যক্ষ্মা রোগীদের পুষ্টিকর খাদ্য সহায়তা

Spread the love

যক্ষ্মা রোগীদের পুষ্টিকর খাদ্য সহায়তা

সেখ সামসুদ্দিন, ২০ নভেম্বরঃ সমাজসেবী সেখ সামসুদ্দিনের সহযোগিতায় ও ব্যবস্থাপনায় গৃহবধূ মায়া মির্জা নায়েক ও অবসরপ্রাপ্ত শিক্ষিকা মিনতি নায়েক একজন করে যক্ষ্মা রোগীর ষষ্ঠ মাসের জন্য পুষ্টিকর খাদ্য প্রদান করেন। আজ ২ জনকে খাদ্য প্রদান করা হয়। উপস্থিত ছিলেন সমাজসেবী সেখ সামসুদ্দিন ও যক্ষ্মা বিভাগের কর্মী অভিষেক ব্যানার্জী। খাদ্যদ্রব্যের মধ্যে আছে ১ কেজি সোয়াবিন, ১ লিটার সরিষা তেল, ৫০০ গ্রাম মসুর ডাল, ৫০০ গ্রাম মুগ ডাল, ২৫০ গ্রাম ছোলা, ২৫০ গ্রাম বাদাম ও ৩০ টি ডিম। এই খাদ্যদ্রব্যের প্যাকেট রোগীদের হাতে তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ। এদিন যক্ষ্মা বিভাগের আধিকারিক এলাকার সমাজ সচেতন মানুষদেরও যক্ষ্মা রোগীদের পাশে দাঁড়াতে এগিয়ে আসার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *