সাধন মন্ডল,
সিমলাপাল নদী ঘাটে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা হওয়ার কথা ছিল প্রাকৃতিক দুর্যোগের কারণে সভাটি বাতিল হয়। তিনি সভাস্থলে এলেও গাড়ি থেকেই উপস্থিত দলীয় কর্মীদের উদ্দেশ্যে হাত নেড়ে এবং গাড়ির হুডে বসে শুভেচ্ছা বিনিময় করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায় উত্তরীয় পরিয়ে স্বাগত জানান তালডাংরা বিধানসভা কেন্দ্রের বিধায়ক অরূপ চক্রবর্তী ।সেখান থেকে তার কনভয় যখন খাতড়ার উদ্দেশ্যে রওনা হয় রাস্তায় লক্ষী সাগরের কাছে বনকাটায় তার কনভয় আটকে দেন কুড়মি জাতির মানুষজন। তাদের দাবি অবিলম্বে কুড়মি জনজাতির মানুষজনদের এস টি তালিকাভুক্ত করতে হবে। তাদের নেতৃত্বের সাথে রাস্তায় দীর্ঘক্ষণ আলোচনা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরে তিনি বলেন কলকাতায় গিয়ে বিষয়টি নিয়ে আলোচনা করব এই আশ্বাসে পথ ছেড়ে দেন কুড়মি জনজাতির মানুষজন। এখানে উল্লেখ্য গত ২০ শে মে সিমলাপাল নদী ঘাটে সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাটি হওয়ার কথা ছিল সিবিআই দপ্তরে হাজিরার কারণে ওই দিনের সভাটি বাতিল করা হয়।