ইলামবাজারে চর্চা কোচিং সেন্টারের উদ্যোগে ২০২২-২০২৩বর্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের সেন্টারের শিক্ষক দের হাত দিয়ে পরষ্কৃত করা হল। এদিন ২০২৩ -২০২৪ বর্ষে চর্চা কোচিং সেন্টারের পক্ষ থেকে নবাগত ছাত্র ছাত্রীদের পুরাতনীরা তাদের কপালে চন্দনের ফোঁটা ও গোলাপ ফুল হাতে দিয়ে বরন করে নেয়। এছাড়াও পরিবেশ দিবসকে সামনে রেখে পড়ুয়া দের হাতে তুলে দিলেন একটি করে গাছের চারা।এই গাছের চারা একদিন পড়ুয়াদের জীবনের স্মৃতি তুলে ধরবে বলে জানালেন চর্চা কোচিং সেন্টারের শিক্ষক বৃন্দ। এদিন সভায় উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী প্রদীপ সরকার ইলামবাজার বার্তা সম্পাদক মানিক চন্দ্র নায়ক বিশিষ্ট সমাজসেবী প্রশান্ত রাহা ও কলিকাতা রাইস সেন্টারের অন্যতম কর্নাধার অচিন্ত চন্দ্র প্রমুখ।সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রত্যেকেই তাদের সুচিন্তিত মতামত প্রকাশ করেন। উত্তীর্ণ পড়ুয়াদের আগামী ভবিষ্যতের কথা ভেবে তাদের কর্ম সংস্থানের লক্ষে রাইস সেন্টারের ক্যাম্প,নাসিং টেনিং,যুব কম্পুউটার,, আর্মি প্রশিক্ষণ ইত্যদি বিষয়ে কর্মশালার জন্য ক্যাম্পের আয়োজন করেন। ইচ্ছুক যুবক যুবতীরা তাদের আগামী ভবিষ্যতের কথা ভেবে উক্ত ক্যাম্পের কর্মকর্তা দের সঙ্গে যোগাযোগ করে আবেদন পত্র সংগ্রহ করার কথা জানান। এদিন শিক্ষকরা তাদের বক্তব্যে জানান এই চর্চা কোচিং সেন্টারের প্রত্যেকটি বিষয়ে (পাঠ্য পুস্তকে)অভিজ্ঞ শিক্ষক দ্বারা শিক্ষা দিয়ে থাকি।এবছর মাধ্যমিকে ইলামবাজার ব্লকে পঙ্চম স্থনে থেকেছে আমাদের চর্চা কোচিং সেন্টারের ছাত্রী।৯০শতাং নাম্বার নিয়ে প্রত্যেক পডুয়া এবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছে। এতে আমরা গর্বিত বলে মনে করছি।পডুয়া দের মনে আনন্দের খোরাকি জোগাতে সারা দিন ধরে চলে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান।চলে বাংলা ব্যান্ডের গান।ছিল দুপুরের খাবার ব্যবস্থা।