ফুটবলে চ্যাম্পিয়ন অ্যাডামাস
কবিরুল ইসলাম,
খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস প্রতিযোগিতায় ফের সাফল্য পেল অ্যাডামাস ইউনিভার্সিটি। শুক্রবার ছেলেদের ফুটবল ফাইনালে এই বিশ্ববিদ্যালয় সাডেন ডেথ-এ ৯-৮ গোলে পরাজিত করে পাতিয়ালার পাঞ্জাব ইউনিভার্সিটিকে।
এই মুহূর্তে অ্যাডামাসের প্রতিযোগী-পড়ুয়াদের কোচ হিসেবে নিযুক্ত রয়েছেন রঞ্জন ভট্টাচার্য। এই জয়ের পর রঞ্জনবাবু বলেন, ‘অনেক বছর বাদে ফের বাংলার বাইরে ফুটবল প্রতিযোগিতায় সেরার তকমা পেল পশ্চিমবঙ্গের কোনও বিশ্ববিদ্যালয়।
সেমিফাইনাল ও ফাইনাল- দুইয়েই অ্যাডামাস হারায় পাঞ্জাবের বিশ্ববিদ্যালয়কে।