সাংবাদিক ইউনিয়ন যশোরের নির্বাচনে আকরামুজ্জামান সভাপতি এবং এসএম ফরহাদ সম্পাদক নির্বাচিত
কাজী নূর।। ঐতিহ্যবাহী সাংবাদিক ইউনিয়ন যশোরের (জেইউজে) দ্বি- বার্ষিক নির্বাচনে আকরামুজ্জামান সভাপতি ও এসএম ফরহাদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তাদের প্রতিদ্বন্দ্বি ছিলেন এম আইয়ুব ও গোলাম মোস্তফা মুন্না। ১৭ জুন শনিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রেসক্লাব যশোর কনফারেন্স রুমে ভোট উৎসব অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনের সদস্য সচিব নুর ইসলাম জানিয়েছেন, সংগঠনের ৫৯ সদস্যের সবাই ভোট প্রদান করেছেন।
জেইউজে নির্বাচনে সভাপতি পদে আকরামুজ্জামান ৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বি এম আইয়ুব পেয়েছেন ২০ ভোট। সাধারণ সম্পাদক পদে এসএম ফরহাদ ৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি গোলাম মোস্ত্যফা মুন্না পেয়েছেন ২৭ ভোট। সহ- সভাপতি পদে বিএম আসাদ ৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি কাজী রকিবুল ইসলাম পেয়েছেন ১৭ ভোট। নির্বাহী সদস্য পদে মোস্তফা রুহুল কুদ্দুস ৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি হানিফ ডাকুয়া পেয়েছেন ২৬ ভোট।
এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৪ প্রার্থী। তারা হলেন, যুগ্ম সম্পাদক পদে গালিব হাসান পিল্টু, দপ্তর সম্পাদক পদে জুবায়ের আহমেদ, কোষাধ্যক্ষ পদে এমএআর মশিউর এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে কাজী রফিকুল ইসলাম।
নবনির্বাচিত কমিটির সকল কর্মকর্তাকে অভিনন্দন জানিয়েছেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান। এক যুক্ত বিবৃতিতে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন কমিটি সাংবাদিক ইউনিয়ন যশোরের সাংবাদিকদের অধিকার আদায়ে সচেষ্ট হবেন। এদিকে নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গ থেকে প্রকাশিত প্রথম শ্রেণীর বাংলা ‘দৈনিক জয় বাংলা’ সম্পাদক প্রথিতযশা সাংবাদিক আলি আহসান বাপিসহ ‘জয় বাংলা’ পরিবার। ‘জয় বাংলা’ সম্পাদক নবনির্বাচিত কমিটির সকলের সফলতা, সমৃদ্ধি এবং সুস্বাস্থ কামনা করেন।