পঞ্চায়েত নির্বাচন নিয়ে সর্বদলীয় বৈঠক জঙ্গলমহলের রাইপুর ও সারেঙ্গায়।

Spread the love

সাধন মন্ডল

২০২৩ পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৮ই জুলাই ভোট গণনা ও ফলাফল ঘোষণা ১১ ই জুলাই। রাজ্য নির্বাচন কমিশনের তরফ থেকে গতকাল পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা করেছেন রাজ্য নির্বাচন কমিশন তার পরিপ্রেক্ষিতে আজ জঙ্গলমহলের রাইপুর বিধানসভার সারেঙ্গা বিডিও অফিসে সর্বদলীয় বৈঠক সারেঙ্গা বিডিও ফাহিম আলম। আজকের বৈঠকে তৃণমূল কংগ্রেস, সিপিআইএম, কংগ্রেস এসইউসিআই সহ অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এছাড়া সারেঙ্গা থানার আইসি সুজিত ভট্টাচার্য সহ তেলিজাঁত পুলিশ ফাঁড়ির আধিকারিক ও অন্যান্য অফিসার বৃন্দ । এ ব্যাপারে জানতে চাইলে সারেঙ্গা সমষ্টি উন্নয়ন আধিকার িক ফাহিম আলম বলেন আগামী পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠুভাবে করতে সকলের সহযোগিতা প্রয়োজন তাই নির্বাচনবিধি সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্বের কাছে পৌঁছে দেওয়া, পঞ্চায়েত ভোট শান্তিপূর্ণভাবে করতে সকলের সহযোগিতার বার্তা দেওয়া হল। অন্যদিকে রাইপুরে বিডিওর কার্যালয়ে একটি সর্ব দলীয় বৈঠক অনুষ্ঠিত হলো। বৈঠকে তৃণমূল কংগ্রেস, বিজেপি, কংগ্রেস, সিপি আইএম , এস ইউ সি আই দলের প্রতিনিধিরা এবং রাইপুর থানার আইসি সুপ্রিয় রঞ্জন মাজি ছাড়াও বকশি ফাঁড়ি ও মন্ডলডিহা ফাঁড়ির অফিসার ইনচার্জ উপস্থিত ছিলেন ।বৈঠক সম্পর্কে জানতে চাইলে বিডিও রঞ্জন সর্দার বলেন আগামী পঞ্চায়েত নির্বাচন যাতে রাইপুর ব্লক এলাকায় শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় তার জন্য সমস্ত রকম ব্যবস্থা কিভাবে নেওয়া যাবে এই নিয়ে বিশেষ আলোচনা হয়। পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে যাতে কোনরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সকলের কাছে আবেদন জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *