কংক্রিটের ড্রেন নির্মাণে নিম্নমানের কাঁচামাল ব্যবহারের অভিযোগ
সেখ সামসুদ্দিন, ২১ মেঃ ঠিকাদারের কাজের বিরুদ্ধে অভিযোগ জানলে গ্রামবাসীদের সাথে বচসা গ্রাম পঞ্চায়েত সদস্যের ও সদস্যের অনুগামীদের। ঘটনাটি ঘটে মেমারি এক নম্বর ব্লকের দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের শোভনা গ্রামে। গ্রামবাসীদের অভিযোগ শোভনা গ্রামে একটি পাকা কংক্রিটের ড্রেন নির্মাণের কাজ চলছে এবং সেখানে নির্দিষ্ট বরাদ্দ অনুযায়ী ব্যবহৃত হচ্ছে না কাঁচামাল। এমনকি বরাদ্দে যে পরিমাণ মাটি কাটার কথা উল্লেখ আছে সেই পরিমাণ মাটি কাটাও হয়নি বলে অভিযোগ। এরপর গ্রামবাসীরা কাজ বন্ধ করে দেয় এবং স্থানীয় পঞ্চায়েত সদস্য আনন্দ হাঁসদার কাছে জানতে চাইলে বা কাজের সিডিউল চাইলে পঞ্চায়েত সদস্যের সাথে বচসা শুরু হয় গ্রামবাসীদের এবং পঞ্চায়েত সদস্যের দুই অনুগামী লক্ষণ গিরি ও সুকুমার গিরি নামে দুই ব্যক্তি গ্রামবাসীদের ওপর চড়াও হয় বলে অভিযোগ গ্রামবাসীদের। সেই মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে শোভনা গ্রামে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে মেমারি থানার পুলিশ এবং গ্রামবাসীদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে কাজ বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছে ঠিকাদার। ঠিকাদারের বক্তব্য বেশ কিছুদিন আগেই কাজের জন্য কাঁচামাল নিয়ে আসা হয়। সেই মুহূর্তে কেউ কোনো অভিযোগ করেনি। কাজ শুরু হওয়ার সময় গ্রামবাসীদের অভিযোগে কাজ বন্ধ করে দেওয়ায় ক্ষতির মুখে পড়েছেন তিনি। এদিকে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য আনন্দ হাঁসদা বলেন যে সিডিউল অনুযায়ীয় কাজ হচ্ছিল এবং সিডিউল অনুযায়ীয় কাজ হবে।ইতিমধ্যে গ্রামবাসীদের পক্ষ থেকে স্থানীয় পঞ্চায়েত সদস্য আনন্দ হাঁসদা সহ তার দুই অনুগামী লক্ষণ গিরি ও সুকুমার গিরির বিরুদ্ধে মেমারি থানায় লিখিত অভিযোগ জানিয়েছে এবং পুলিশ প্রশাসন যদি অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না গ্রহণ করে তাহলে আগামী দিনে জেলা প্রশাসনিক দপ্তরে গ্রামবাসীদের পক্ষ থেকে অভিযোগ জানানো হবে বলে জানান গ্রামবাসীরা।