বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন যশোর জেলা শাখার নির্বাচনে গোপীনাথ সভাপতি এবং মিলন খান সম্পাদক
কাজী নূর।। বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন যশোর জেলা শাখার দ্বি- বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে ‘দৈনিক যশোর’র আলোকচিত্র সাংবাদিক বাবু গোপীনাথ দাস এবং ‘দৈনিক লোকসমাজ’র এমআর খান মিলন।
৩ জুন শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ‘প্রেসক্লাব যশোর’র কনফারেন্স রুমে ভোটাররা তাদের ভোট প্রদান করেন।
নির্বাচনে সভাপতি পদে গোপীনাথ দাস ১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গালিব হাসান পিল্টুর প্রাপ্ত ভোট ১১। সাধারণ সম্পাদক পদে এমআর খান মিলন ১৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ইমরান হাসান টুটুলের প্রাপ্ত ভোট ৬। যুগ্ম সাধারণ সম্পাদক পদে হাসফিকুর রহমান পরাগ ১৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আলী মোর্তজা সিদ্দিকীর প্রাপ্ত ভোট ১০। নির্বাহী সদস্য পদে সাজ্জাদুল কবীর মিটন ১৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হানিফ ডাকুয়ার প্রাপ্ত ভোট ১১।
উল্লেখ্য এর আগে তিনটি পদে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন, সহ সভাপতি পদে আইয়ুব হোসেন মনা, কোষাধ্যক্ষ পদে সামছুজ্জামান স্বজন এবং দপ্তর সম্পাদক পদে দাউদ কবীর।
ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের নবনির্বাচিত সকল কর্মকর্তাকে অভিনন্দন জানিয়েছেন ‘প্রেসক্লাব যশোর’র সভাপতি জাহিদ হাসান টুকুন এবং সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান। এক যুক্ত বিবৃতিতে নেতৃদ্বয় আশা প্রকাশ করেন, নয়া কমিটি সাংবাদিকদের রুটি রুজি এবং অধিকার আদায়ে সচেষ্ট হবেন। নির্বাচন কমিশনের সদস্য সচিব এবং ‘প্রেসক্লাব যশোর’র সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান ‘দৈনিক জয় বাংলা’কে জানিয়েছেন বিপুল উৎসাহ- উৎসবের আমেজে সংগঠনের ২৪ সদস্যের মধ্যে সবাই ভোট প্রদান করেছেন।
এদিকে নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানিয়ে বার্তা পাঠিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের বিশিষ্ট সাংবাদিক, সম্পাদক, সাহিত্যানুরাগী এবং ঐতিহ্যবাহী কুমুদ সাহিত্য মেলা’র প্রাণপুরুষ মোল্লা জসিমউদ্দিন টিপু। বার্তায় তিনি সকলের সফলতা এবং সুস্বাস্থ্য কামনা করেছেন।