পঞ্চায়েত নির্বাচনের আগে আবারও উদ্ধার বোমা,বীরভূমে
সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:- পঞ্চায়েত ভোটের দিন যতই এগিয়ে আসছে ততোই আশঙ্কিত হয়ে উঠছে জেলার বিভিন্ন এলাকা।ফের শনিবার জেলার শান্তিনিকেতনের রূপপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লোহাগড় গ্রামে ও নানুরের ব্রাহ্মণখন্ড গ্রাম থেকে উদ্ধার ড্রাম ভর্তি তাজা বোমা ঘিরে চাঞ্চল্য। শান্তিনিকেতনের রূপপুর পঞ্চায়েতের লোহাগড় প্রাইমারি স্কুলের পিছনের মাঠ থেকে প্রায় ৫০ টি তাজা বোমা উদ্ধার করে শান্তিনিকেতন থানার পুলিস। বোমা উদ্ধারকাণ্ডকে কেন্দ্র করে ২০০ মিটারের মধ্যে প্রাথমিক স্কুল চত্বরে পড়ুয়া সহ অভিভাবকদের মধ্যে ছড়িয়েছে আতঙ্ক।স্থানীয় থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বোমা গুলি উদ্ধার করে। ইতিমধ্যেই বোম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয় এবং বোমা গুলিকে ফাঁকা জায়গায় নিষ্ক্রিয় করা হয়। অন্যদিকে নানুরে থানা এলাকা থেকেও ১ ড্রাম তাজা বোমা উদ্ধার করে নানুর থানার পুলিশ। এদিনই ভোরের দিকে পুলিশ গোপন সূত্র মারফত নানুরের থুপসারা অঞ্চলের ব্রাহ্মণখন্ড গ্রামে তল্লাশি চালিয়ে মাঠের মধ্যে একটি পুকুরপাড় থেকে সেখানেও ১ ড্রাম ভর্তি তাজা বোমা উদ্ধার করে। পঞ্চায়েত ভোটের প্রাক্কালে কে বা কারা কি কারণে বোমা মজুদ করেছিল তা তদন্ত শুরু করছে নানুর থানার পুলিশ।শেষ খবর পাওয়া পর্যন্ত উক্ত ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক করা হয়নি।বোমা গুলো নিষ্ক্রিয় করণের জন্য বোম স্কোয়াডকে খবর দেওয়া হলে সেই মোতাবেক টিম এসে নির্জন ফাঁকা জায়গায় বোমাগুলিকে নিষ্ক্রিয় করে বলে জানা যায়।