ভাতার সরকারি আইটিআই কলেজের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান
সেখ রাজু ;
প্রতিবছরের ন্যায় এ বছরও ভাতার সরকারি আইটিআই কলেজে উদযাপিত হলো বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান । পূর্ব বর্ধমানের ভাতারের ওরগ্রামে ভাতার আইটিআই কলেজ ও শান্তিনিকেতন একাডেমির যৌথ উদ্যোগে দু’দিনব্যাপী নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় । অনুষ্ঠানের শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ পরেশ পাল, ভাতার ব্লক যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক তাপস কুমার মন্ডল, ভাতার পঞ্চায়েত সমিতির সভাপতি ইনচার্জ সুমন্ত বন্দ্যোপাধ্যায়, শিক্ষা ও ক্রীড়া কর্মাধ্যক্ষ জয়ন্ত হাটি, পঞ্চায়েত সমিতির দলনেতা বাসুদেব যশ, বিশিষ্ট সমাজসেবী সুভাষ ঘোষ, কলেজের শিক্ষক শিক্ষিকা সহ ছাত্র-ছাত্রীরা ।শুক্রবার প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয় । দুদিন ব্যাপী কবিতা, নৃত্য, আবৃত্তি, সহ বিভিন্ন শিল্পীদের নিয়ে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয় । কলেজ অধ্যক্ষ পরেশ পাল বলেন, কারিগরি শিক্ষার মাধ্যমে ছাত্র-ছাত্রীরা যাতে ভবিষ্যৎ উজ্জ্বল গড়তে পারে তাদের পড়াশোনার একঘেয়েমি কাটিয়ে পঠন-পাঠনে মনোযোগী হওয়ার লক্ষ্যে বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় । সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ছাত্র-ছাত্রীরা তাদের নিজেদের প্রতিভাকে ফুটিয়ে তুলতে পারে । কারিগরি শিক্ষার বাইরেও কলেজের ছাত্র-ছাত্রীরা বিভিন্ন বিষয়ে পারদর্শী আছে সেগুলি এই অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরে । পড়াশোনার পাশাপাশি এই ধরনের অনুষ্ঠান ছাত্র-ছাত্রীদের জীবনকে আরো সুন্দর করে তুলতে সাহায্য করে । ভাতার ব্লকের বিভিন্ন দপ্তরের আধিকারিকরা সমাজ গঠনের ক্ষেত্রে যুব সমাজের ভূমিকা নিয়ে সুচিন্তিত মতামত প্রকাশ করেন । বাংলার কৃষ্টি কালচারকে ধরে রাখার লক্ষ্যে ভাতার সরকারি আইটিআই কলেজ ও শান্তিনিকেতন একাডেমির যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ।