সাধন মন্ডল,
তালডাংরা ব্লকের ফকিরডাঙ্গা সম্মিলনী ক্লাবের উদ্যোগে আজ রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল শিবিরে ১৪ জন মহিলা সহ মোট ৫৬ জন স্বেচ্ছায় রক্তদান করে এদিনের এই রক্তদান শিবিরে বিশিষ্ট দের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও তালডাঙ্গরা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তারাশঙ্কর রায়( শঙ্কু) । ক্লাবের কর্মকর্তাদের মধ্যে রাম লায়েক, শুভাশিস লায়েক, কৃষ্ণপদ লায়েক রা বলেন আমাদের গ্রামে এই ধরনের একটি মহৎ উদ্যোগ এই প্রথম সকলের সহযোগিতায় সুসম্পন্ন হল। আমরা ক্লাব কর্মকর্তারা এবং গ্রামবাসীরা খুশি এটি সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় এবং যে সমস্ত রক্তদাতারা স্বেচ্ছায় রক্তদান করেছেন তাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এখানে উল্লেখ্য এই গ্রামের নব্বই শতাংশ পরিবার শ্রমজীবী তাদের মধ্যে এরকম একটি সমাজ সচেতনতা মূলক শিবির করার উদ্যোগ কে সাধুবাদ জানান তালডাংরার বিশিষ্ট সমাজসেবী তারাশঙ্কর রায় ওরফে শঙ্কু ।ফকির ডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তীর্থ মিদ্যা বলেন সম্মিলনী ক্লাবেরএই উদ্যোগকে কুর্নিশ জানাই এরকম একটি শিবির করায় আমিও রক্তদাতাদের সাথে রক্তদান করে নিজেকে গর্বিত মনে করি ।প্রচন্ড গ্রীষ্মে জেলার ব্লাড ব্যাংক গুলিতে রক্তের চাহিদার তুলনায় যোগান কম থাকে তাই জেলার বিভিন্ন প্রান্তের স্বেচ্ছাসেবী সংগঠন গুলি যদি এই ধরনের উদ্যোগ নেন তাহলে রক্তের অভাবে কোন মানুষকে হারাতে হবে না ।উল্লেখ্য এদিনের এই রক্তদান শিবিরের রক্তগুলি সংগ্রহ করে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংক।