মনোনয়নপত্র জমার তৃতীয় দিনে ফের তৃণমূলে ভাঙ্গন এবং বিজেপিতে যোগদান
সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:- গত ৮ ই জুন বৃহস্পতিবার রাজ্য নির্বাচন কমিশন কর্তৃক পঞ্চায়েত নির্বাচনের নির্ঘন্ট শুনিয়ে দিয়েছেন।যাহা আগামী ৮ ই জুলাই পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই পরিপ্রেক্ষিতে ৯ ই জুন থেকে শুরু হয়েছে মনোনয়নপত্র দাখিলের কাজ। আজ সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার তৃতীয় দিনে জেলার সিউড়ি ১ নম্বর ব্লকের কড়িধ্যা গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে তৃনমূল কংগ্রেসের বেশ কিছু পদাধিকারী কর্মীসহ প্রায় দুইশতাধিক সমর্থক তৃনমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন বলে বিজেপির দাবি। জানা যায় যোগদানকারীদের মধ্যে করিধ্যা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান উজ্জ্বল সিংহ,সিউড়ি ১ নং পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ রাজীব চ্যাটার্জী,পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্য আদিত্য চট্ররাজ,কড়িধ্যা গ্রাম পঞ্চায়েত সদস্য জীবন সরকার, যুবনেতা শুভম সিংহ প্রমুখ। বিজেপির সিউড়ি জেলা কার্যালয়ে বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা সদ্য তৃনমূল ছেড়ে বিজেপিতে যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে নেন।