পুলিশের জালে দুই থানা এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ ধৃত ২
সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:- জেলা জুড়ে বেআইনি আগ্নেয়াস্ত্র,বোমা,বোমার মশলা উদ্ধার অব্যাহত।বগটুই ঘটনার পর মুখ্যমন্ত্রী সেখানে দাড়িয়ে সর্বত্র বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার করার জন্য সরাসরি পুলিশকে নির্দেশ দিয়েছিলেন।এদিকে বামফ্রন্ট কংগ্রেস জোটের পক্ষ থেকে ও জেলার সমস্ত থানায় ডেপুটেশন প্রদানের মাধ্যমে আগ্নেয়াস্ত্র সহ বোমা বারুদ উদ্ধারের দাবি তোলেন।সেই পরিপ্রেক্ষিতে জেলা পুলিশের সক্রিয়তা লক্ষনীয়।প্রায় প্রতিনিয়ত জেলার কোথাও না কোথাও বোমা বিস্ফোরণ,বোমা,আগ্নেয়াস্ত্র উদ্ধার অব্যাহত। গত সোমবার দুবরাজপুর থানার ঘোড়াপাড়া গ্রামে বোমা বিস্ফোরণের ফলে বাড়ির একাংশ ফেটে পড়ে।সেই ঘটনার জের মিটতে না মিটতেই জেলার তিন থানা এলাকা থেকে দুই দুষ্কৃতী সহ আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার করে পুলিশ।জানা যায়, মঙ্গলবার রাতে মাড়্গ্রাম থানার ধুলফেলা মোড়ে খাজারুল সেখ নামে এক ব্যক্তিকে একটি ওয়ান সার্টার দেশী পিস্তল ও কার্তুজ সহ পুলিশ ধরে ফেলে। তার বাড়ি যবুনী গ্রামে।কি উদ্দ্যেশ্যে এবং কি কাজে সেই পিস্তল ব্যবহার করতো তা পুলিশ তদন্ত করছে। আজ তাকে রামপুরহাট আদালতে তোলা হলে বিচারক চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।পাশাপাশি লোকপুর থানার পুলিশ বুধবার ভোরে বারাবন জঙ্গল মোড় থেকে স্থানীয় থানার বিশালপুর গ্রামের সাধু চরণ জমাদার নামে এক ব্যক্তিকে একটি ওয়ান সার্টার দেশী পিস্তল ও কার্তুজ সহ আটক করে। এদিন দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। অন্যদিকে কাঁকরতলা থানার সাহাপুর গ্রামে ইসিএলের পরিত্যক্ত বাড়ি থেকে থলে ভর্তি ১৫ টি বোমা উদ্ধার করে কাঁকরতলা থানার পুলিশ। এনিয়ে জেলা জুড়ে চাঞ্চল্য।