কৈচরের চন্দনা শিশু শিক্ষা নিকেতনের বিশ্ব পরিবেশ দিবস পালন

Spread the love

আজ ৫ই জুন, বিশ্ব পরিবেশ দিবস ।আর এই বিশ্ব পরিবেশ দিবসকে স্মরণীয় করে রাখতে বদ্ধপরিকর ছিল শিক্ষার জগতে এক অভিনব স্কুল চন্দনা শিশু শিক্ষা নিকেতন। স্কুলটি পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের অন্তর্ভুক্ত কৈচর স্টেশন সংলগ্নে অবস্থিত। স্কুলের তরফে নার্সারি থেকে চতুর্থ শ্রেণীর সমস্ত ছাত্র ছাত্রীরা হাতে পোস্টারের সাহায্যে পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে এক বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেছিল। স্কুলের অভিজ্ঞ শিক্ষক- শিক্ষিকা ও সহৃদয় অভিভাবকবৃন্দ ছাড়াও শোভাযাত্রায় উপস্থিত ছিলেন কৈচরের প্রাক্তন প্রধান শিক্ষক ও সংস্কৃতিপ্রেমী শ্রী উদয় চাঁদ চৌধুরী মহাশয়,, অঞ্চলের অতি পরিচিত শিক্ষক শ্রী তীর্থমোহন গোস্বামী মহাশয়(টুটু মাস্টার), ও অন্যান্য শুভাকাঙ্ক্ষীরা। তীব্র দাবদাহকে উপেক্ষা করে ছাত্র ছাত্রীরা এক মূকাভিনয়ের মাধ্যমে পরিবেশ সুরক্ষার বিষয়টি তুলে ধরে। স্কুলের সভাপতি শ্রী সুবীর কুমার রায় মহাশয় ও স্কুলের অধ্যক্ষা প্রীতি মাজি মহাশয়া , স্কুলের অভিনব পঠন পাঠন ও পরিকাঠামোর কথা বলেছেন। ওনারা চন্দনা শিশু শিক্ষা নিকেতন স্কুলকে এলাকার শ্রেষ্ঠ মডেল স্কুল বানানোর প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়াও আগামীদিনে স্কুলের চারপাশে ১০০টি বৃক্ষ জাতীয় গাছ যে রোপন করা হবে তারও প্রতিশ্রুতি দেন।

তাই কৈচরের চন্দনা শিশু শিক্ষা নিকেতন স্কুলের প্রচেষ্টার দ্বারা এবারের বিশ্ব পরিবেশ দিবস যে চিরস্মরণীয় হয়ে থাকবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সবার শেষে কবির ভাষায় বলা যায়– “এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার” ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *