সমষ্টি উন্নয়ন আধিকারিকের সাংবাদিক সম্মেলন

Spread the love

সমষ্টি উন্নয়ন আধিকারিকের সাংবাদিক সম্মেলন

জ্যোতি প্রকাশ মুখার্জ্জী

সমগ্র রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে ১ লা এপ্রিল থেকে আউসগ্রাম-১ নং ব্লকেও শুরু হয়েছ ষষ্ঠ পর্যায়ের 'দুয়ারে সরকার'। এবার মেধাশ্রী, বিধবা ভাতা, ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের মত তিনটি নতুন পরিষেবা সহ মোট তেত্রিশটি পরিষেবার সুযোগ সাধারণ মানুষ পাবে। উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে প্রথম দিনের 'দুয়ারে সরকার'-এর গতিপ্রকৃতি নিয়ে সাংবাদিকদের অবহিত করলেন আউসগ্রাম-১ নং সমষ্টি উন্নয়ন আধিকারিক অরিন্দম মুখোপাধ্যায়।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বললেন - এবার দু'টি পর্যায়ে কাজ হবে। প্রথম পর্যায়ে ১-১০ ই এপ্রিল পর্যন্ত আবেদন পত্র গ্রহণ করা হবে এবং দ্বিতীয় পর্যায়ে ১১-২০ শে এপ্রিল পর্যন্ত পরিষেবা প্রদান করা হবে। প্রথম দিন 'চোখের আলো' প্রকল্পে ২২০ টি (দুপুর ২ টো পর্যন্ত) আবেদন

পত্র জমা পড়েছে। তিনি আরও বললেন –
ভবিষ্যৎ ক্রেডিট কার্ডে অন্তত ৫০০ জনকে পরিষেবা দেওয়ার লক্ষ্যমাত্রা আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *