কলকাতায় মেঘদূত সাহিত্য পত্রিকার সমাবর্তন অনুষ্ঠান

Spread the love

কলকাতায় মেঘদূত সাহিত্য পত্রিকার সমাবর্তন অনুষ্ঠান


অন্তরা সিংহরায়,

“হে নূতন, দেখা দিক আর-বার জন্মের প্রথম শুভক্ষণ ”
বাংলা নববর্ষের সাথে সাথে এক ঝাঁক সাহিত্য পত্রিকা নিজেদের নববর্ষ সংখ্যাটি প্রকাশ করলো । আজ ৩০ শে এপ্রিল বিশ্ব বঙ্গীয় সাহিত্যকলা একাডেমি অধিভুক্ত ও কবি , সাহিত্যিক সঞ্জয় কুমার মুখোপাধ্যায় সম্পাদিত মেঘদূত সাহিত্য পত্রিকার অর্ধ বার্ষিক সমাবর্তন ও পত্রিকা প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো বিপ্লবী নলিনী গুহ সভাগৃহে । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ,সাহিত্যিক নির্মাল্য বিশ্বাস, কথা কবি সদ্যোজাত, বিশিষ্ট গল্প ও প্রবন্ধকার উপল দত্ত, মেঘদূত সাহিত্য পত্রিকার সভাপতি প্রাবন্ধিক প্রবীর দে এবং বিশ্ব বঙ্গের সাহিত্য কলা আকাদেমি’র যুগ্ম সাধারণ সম্পাদক কবি দীপঙ্কর নায়েক ।

       অতিথিবরণ, মাল্যদান এবং উদ্বোধনী সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন সুমনা গোস্বামী। মেঘদূত সাহিত্য পত্রিকার কার্যকরী সদস্য অসীমা সরকারের ভাবনা ও নির্দেশনায় 'রবি স্মৃতিচারণ' নামক একটি স্বল্পদৈর্ঘ্যের শ্রুতি নাটক পরিবেশন করেন সুমনা ভৌমিক এবং শমিতা দাস। অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন পত্রিকার কার্যকরী সদস্য অসীমা সরকার। প্রতিবছর মেঘদূত সাহিত্য পত্রিকা এই অনুষ্ঠানের আয়োজন করে এবং ঈশ্বর সমীর কুমার মুখার্জি স্মৃতি কবিতা প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয় । এই বছরের সেরা প্রতিযোগীদের নাম ঘোষণা করা হয় মঞ্চ থেকে। যে সকল কবি ও সাহিত্যিক এই পুরষ্কার পেয়েছেন তাঁরা হলেন রঙ্গনা পাল, মৌসুমী ভৌমিক, বিজয়া মিশ্র,অনির্বাণ বিশ্বাস, কল্লোল সরকার, উৎপল বাগ, শিবানী কুন্ডু খান, বীরেন আচার্য্য, দীপ্তাংশু রায় মুখার্জী,ধ্রুব বিকাশ মাইতি,সুতপা পুত তুন্ড, জয়শ্রী রায় মৈত্র।

            অনুষ্ঠানে মেঘদূত পত্রিকার নববর্ষের সংখ্যার মোড়ক উন্মোচন করা হয় । অনুষ্ঠানটি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আগত কবিদের কবিতা পাঠ, সাহিত্য আলোচনা এবং বিশিষ্ট অতিথিদের বক্তব্যের মধ্যে দিয়ে মনোরম হয়ে ওঠে । ভারতের জাতীয় সংগীত ও সভাপতির ভাষণে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *