পুলিশের নিরপেক্ষতা নিয়ে কাঁকরতলা থানায় ডেপুটেশন,বাম কংগ্রেসের পক্ষে
সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:- প্রখর রৌদ্রের তাপপ্রবাহ উপেক্ষা করে আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দল গুলি মাঠে ময়দানে অবতীর্ণ।গত একমাস যাবৎ বাম কংগ্রেসের পক্ষ থেকে জেলার বিভিন্ন থানায় থানায় ডেপুটেশন প্রদান করা হয় বেশ কিছু দাবির প্রেক্ষিতে।অনুরূপ শনিবার বামফ্রন্ট, কংগ্রেস,নকশাল সমর্থিত জোটের পক্ষ থেকে কাঁকরতলা থানায় ডেপুটেশন প্রদান করা হয়।এদিনের ডেপুটেশন থেকে দাবি ওঠে যে,পুলিশ এর নিরপেক্ষ ভূমিকা পালনের দাবিতে , পুলিশ কে দলদাসত্ব ছেড়ে সাংবিধানিক শপথ কে মনে করিয়ে দিতে , গণতান্ত্রিক পরিবেশ তৈরীর দাবিতে , এলাকার শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার দাবিতে , বে আইনী অস্ত্র উদ্ধারের দাবিতে , বাম গণতান্ত্রিক আন্দোলনের কর্মী ও নেতৃত্ব দের মিথ্যা মামলায় জড়ানোর প্রতিবাদেই মূলত ডেপুটেশন। স্থানীয় গ্রাম এলাকা থেকে মিছিল সহযোগে থানার গেটের সামনে জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়। শ্লোগান তোলেন -” অনাচার করো যদি , রাজা তবে ছাড়ো গদি , যারা তার ‘ধামাধারী’ তাদের ও বিপদ ভারী ” ইত্যাদি শ্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা। ডেপুটেশন প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম বীরভূম জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য শীতল বাউরি ও সঞ্জীব বর্মন, ফরোয়ার্ড ব্লক দলের প্রাক্তন বিধায়ক বিজয় বাগ্দী, নকশাল পার্টির পক্ষে ভূবন রায়, সিপিআইএম খয়রাসোল এরিয়া সম্পাদক দিলীপ গোপ, সমীর রায় প্রমুখ নেতৃত্ব।