নেহেরু যুব কেন্দ্রের উদ্যোগে জেলা যুব উৎসব দুবরাজপুরে
সেখ রিয়াজুদ্দিন বীরভূম: আপনজন:- জেলার যুবক-যুবতীদের প্রগতিশীল ভাবনাকে উৎসাহিত করতে এবং তাদের মেধা অন্বেষণের লক্ষ্যে অনুষ্ঠিত হলো “বীরভূম জেলা যুব উৎসব – ২০২৩”। ভারত সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশক্রমে, নেহেরু যুব কেন্দ্র: বীরভূম এর উদ্যোগে একদিনের এই যুব উৎসব অনুষ্ঠিত হয় রবিবার। দুবরাজপুর মাদৃক সংঘ ক্লাব ও শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠের ব্যবস্থাপনায় বিদ্যালয়ের সভামঞ্চে অনুষ্ঠিত হয় বীরভূম জেলাস্তরীয় এই প্রতিযোগিতামূলক যুব উৎসব। অঙ্কন, ফোটো স্যুট, স্বরচিত কবিতা লেখা, হিন্দী বা ইংরাজি ভাষায় বক্তৃতা এবং গ্রুপ লোকনৃত্য সহ পাঁচটি বিষয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। ১৫ থেকে ২৯ বছর বয়সী এবং বীরভূম জেলার প্রতিযোগীরা অংশগ্রহণ করে। বক্তৃতা, স্বরচিত কবিতা লেখা,ফোটো শুট ও অঙ্কন প্রতিযোগিতার থিম বা বিষয়বস্তু রাখা হয়েছিল “পাঁচ প্রাণ”। বক্তৃতা ও গ্রুপ নৃত্য প্রতিযোগিতায় সর্বাধিক পাঁচ হাজার টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হয়, সেইসঙ্গে দেওয়া হয় সরকারি শংসাপত্র। সরকারি উল্লিখিত সুচি অনুযায়ী স্থানাধিকারী প্রতিযোগীরা আগামীদিনে রাজ্যস্তর প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন বলে জানান জেলা যুব আধিকারিক রায়া দাস। এদিন উপস্থিত ছিলেন নেহেরু যুব কেন্দ্রের জেলা যুব আধিকারিক রায়া দাস, ব্লক যুব আধিকারিক অনিন্দ্য দুয়ারী, দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ, দুবরাজপুর সারদা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শুভাশিস চট্টরাজ সহ বিশিষ্টজনেরা।