সাংসদ শতাব্দী রায়ের উপস্থিতিতে দুবরাজপুর ব্লক তৃনমূলের কর্মীসভা

Spread the love

সাংসদ শতাব্দী রায়ের উপস্থিতিতে দুবরাজপুর ব্লক তৃনমূলের কর্মীসভা

সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:- গতকাল অর্থাৎ ৮ ই জুন পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেন নির্বাচন কমিশন।এবার একদফায় পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে রাজ্যে। আগামী ৮ ই জুলাই অনুষ্ঠিত হবে সেই পঞ্চায়েত নির্বাচন।নির্বাচন কমিশন কর্তৃক দিনক্ষণ ঘোষণা হওয়ার সাথে সাথে সমস্ত রাজনৈতিক দল গতকাল রাতে থেকেই দেওয়াল লিখন সহ প্রচার কর্মসূচির কাজ বাড়িয়ে তোলেন।যদিও অনেক আগে থেকেই নির্বাচনের প্রস্তুতি অনকটা এগিয়ে নিয়ে গেছে রাজনৈতিক দলগুলো।প্রার্থী বাছাই থেকে শুরু করে প্রার্থীর নাম বিহীন দেওয়াল লিখনের চিত্র আগে থেকেই দেখা গেছে।নির্বাচনের নির্ঘন্ট বাজতেই দেখা যায় হাতে সময় তুলনামূলক ভাবে কম। তাই প্রতি মুহূর্তের সময়কেও কাজে লাগিয়ে এগিয়ে যেতে চাইছে ভোট যুদ্ধে আসীন রাজনৈতিক দলগুলো।অনুরূপ আজ শুক্রবার দুবরাজপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দুবরাজপুর রবীন্দ্র সদন অনুষ্ঠান ভবনে দলীয় কর্মীদের নিয়ে কর্মীসভা অনুষ্ঠিত হয়।পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখেই মূলত এই কর্মসূচি বলে জানা যায়। উল্লেখ্য সম্প্রতি অভিষেক ব্যানার্জীর নব জোয়ার কর্মসূচির জেলা সফর শেষ হতেই দুবরাজপুর ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি ভোলা মিত্রকে তার পদ থেকে সরিয়ে ১৫ জনের একটি কমিটি গঠন করে দেন জেলা নেতৃত্ব। পঞ্চায়েত নির্বাচনে দলীয় প্রার্থী বাছাই সহ নির্বাচন সংক্রান্ত দলীয় সিদ্ধান্ত উক্ত ব্লক কমিটির উপর ন্যস্ত করা হয়।সেই কমিটির উদ্যোগে নির্বাচন সংক্রান্ত বিষয়ে দলীয় সভায় ঝাঁপিয়ে পড়েন ব্লক নেতৃত্ব।এদিন দুবরাজপুর ব্লক তৃনমূলের কর্মী সভায় উপস্থিত ছিলেন বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায়, বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মলয় মুখার্জী, জেলা কমিটির সদস্য অরুণ চক্রবর্তী, দুবরাজপুর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির যুগ্ম আহ্বায়ক রফিউল খান সহ ব্লক নেতৃত্ব এবং বিভিন্ন অঞ্চলের অঞ্চল নেতৃত্বগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *