আগ্নেয়াস্ত্র তৈরীর যন্ত্রপাতি ও সরঞ্জাম উদ্ধার মুর্শিদাবাদ থেকে
সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:- জেলা পুলিশের বড়সড় সাফল্য মাড়গ্রাম থানা এলাকায় আগ্নেয়াস্ত্র উদ্ধার ঘিরে।এবার শুধু আগ্নেয়াস্ত্র সহ দুস্কৃতিকারী ধৃত নয় তার সাথে পুলিশের উপরি পাওনা হিসেবে ধৃতের মুর্শিদাবাদ বাড়িতে গিয়ে আগ্নেয়াস্ত্র তৈরির যন্ত্রপাতি ও সরঞ্জাম বাজেয়াপ্ত করে নিয়ে আসে মাড়গ্রাম থানার পুলিশ।বিবরণে প্রকাশ গত ৩০ শে মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় বীরভূম জেলার মাড়গ্রাম থানার পুলিশ বীরভূম মুর্শিদাবাদ জেলার সীমান্তে মাড়গ্রাম থানার কালিদহ সেতুর কাছে নাকা চেকিং চালানোর সময় নম্বর বিহীন এক বাইক আরোহীকে আটক করে। এরপর তার কথায় অসঙ্গতি দেখা দিতেই মোটরসাইকেলের ডিকি চেক করতেই বস্তায় জড়ানো পাঁচটি আগ্নেয়াস্ত্র ও তিন রাউন্ড গুলি উদ্ধার করে। বাইক সহ দুস্কৃতিকে গ্রেফতার করে এবং পরদিন রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয়। সেখান থেকে সাতদিনের পুলিশের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে মাড়গ্রাম থানার পুলিশ।ধৃত মুর্শেদ সেখকে জেরা করে তার বাড়ীতে গতকাল বীরভূমের মাড়গ্রাম থানার ওসি জহিদুল ইসলাম সহ অন্যান্য পুলিশ কর্মীরা ধৃতকে সঙ্গে নিয়ে ভরতপুর থানার সহযোগিতায় অভিযান চালায় মুর্শিদাবাদের ভরতপুর থানার শুনিয়া গ্রামে। সেখানে ধৃত মুর্শেদ সেখের বাড়িতে তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র তৈরীর যন্ত্রপাতি ও সরঞ্জাম উদ্ধার করেন।বীরভূমের মধ্যে পাচার হওয়া আগ্নেয়াস্ত্র যোগ অন্য কোথাও রয়েছে কিনা তা তদন্ত শুরু হয়েছে।