সিপিআইএম এর জেলা কমিটির প্রাক্তন সদস্য বিশিষ্ট শিক্ষক ও সমাজসেবী শ্যামসুন্দর সিংহ মহাপাত্রের

Spread the love

রাইপুরে প্রয়াত নেতার স্মরণ সমাবেশে বিমান বসু।

সাধন মন্ডল,

ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদীর বাঁকুড়া জেলা কমিটির উদ্যোগে রাইপুর এরিয়া কমিটির পরিচালনায় প্রয়াত শিক্ষক ও সমাজসেবী শ্যাম সুন্দর সিংহ মহাপাত্রের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হলো আজ শুক্রবার রাইপুর সবুজ সংঘ ক্লাব প্রাঙ্গণে। এদিনের এই স্মরণ সমাবেশে উপস্থিত ছিলেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী রাজ্য সভাপতি বিমান বসু। এছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী ও রাইপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক উপেন কিস্কু। প্রাক্তন মন্ত্রী দেবলীনা হেমব্রম, সিপিআইএম এর নেতৃত্ব অমিয় পাত্র, অজিত পতি, পার্থপ্রতিম মজুমদার, অভয় মুখার্জি ,অস্মিতা দাশগুপ্ত সহ ব্লক ও জেলার বিশিষ্ট নেতৃবৃন্দ এবং শ্যামসুন্দর সিংহ মহাপাত্রের পরিবারের সদস্য সদস্যাবৃন্দ। এদিনের এই স্মরণসমাবেশে তার প্রতিকৃতিতে পুস্পার্ঘ ্য নিবেদন করেন বিমান বসু সহ উপস্থিত নেতৃত্ব ও দলামত নির্বিশেষে বিজেপি ,তৃণমূল কংগ্রেস, কংগ্রেস ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করা হয় ।এদিনের স্মরণ সভায় অজিত পতি বক্তব্য রাখতে গিয়ে আগামী পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে আমাদের এগিয়ে যেতে হবে এবং সাফল্য নিয়ে আসতে হবে বলে উপস্থিত দলীয় কর্মীদের আহ্বান জানান। বর্তমান সরকার একটি উদ্ভূত পরিস্থিতির মধ্য দিয়ে চলছে এই সরকারকে অবিলম্বে হঠাতে হবে বলে তিনি দাবি করেন। মঞ্চে বিমান বসু শ্যামসুন্দর বাবুর বিভিন্ন কর্মকাণ্ডের ভুয়সি প্রশংসা করেন এবং আগামী পঞ্চায়েত নির্বাচনে দলীয় কর্মীদের ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। এখানে উল্লেখ্য সভা শেষে বাঁকুড়া ঝাড়গ্রাম রাস্তার উপরে তাকে কুড়মি সম্প্রদায়ের মানুষজন তার পথ আটকান এবং তাদের এসটি তালিকাভুক্ত করার ব্যাপারে বামফ্রন্টের পক্ষ থেকে যেন সদর্থক ভূমিকা পালন করা হয় তার দাবি করেন কুড়মি নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *