প্রতিবন্ধী শংসাপত্র বিতরণ ও ট্রাই সাইকেল প্রদান
সেখ রাজু,
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা দপ্তরের উদ্যোগে প্রতিবন্ধী শংসাপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় মঙ্গলকোট হাসপাতাল চত্বরে । এদিন বিশেষ চাহিদা সম্পন্ন ১২ জনের হাতে ট্রাই সাইকেল তুলে দেওয়া হয় । বিগত সময়ের দুয়ারে সরকার কর্মসূচীতে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা প্রতিবন্ধী শংসাপত্রের জন্য আবেদন করেছিলেন । এদিন 100 জনের হাতে প্রতিবন্ধী শংসাপত্র তুলে দিলেন মঙ্গলকোট বিধানসভার বিধায়ক অপূর্ব চৌধুরী ও বিডিও জগদীশচন্দ্র বারুই । সঙ্গে ছিলেন ব্লক স্বাস্থ্য আধিকারিক মনোতোষ বিশ্বাস, ডক্টর জুলফিকার আলী, মঙ্গলকোট থানার মেজ বাবু আবুল বরকত মিদ্দা, পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা ঘোষ, সহ-সভাপতি আব্দুল বাসেদ, জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ মেহেবুব চৌধুরী, পূর্ত কর্মাধ্যক্ষ মুন্সি রেজাউল হক সহ বিভিন্ন ডাক্তার বাবু, হাসপাতালের স্টাফ সহ অন্যান্যোরা । মঙ্গলকোট ব্লকের বিভিন্ন এলাকার বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা বিধায়ক, বিডিও এবং ব্লক স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের কাছে ট্রাই সাইকেলের আবেদন রাখে । সেই আবেদনে সাড়া দিয়ে মঙ্গলকোট বিধানসভার বিধায়ক অপূর্ব চৌধুরী পাঁচটি সাইকেল, বিডিও জগদীশচন্দ্র বারুই চারটি সাইকেল এবং ডঃ জুলফিকার আলী তিনটি সাইকেল বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের হাতে এদিন তুলে দিলেন ।
ট্রাই সাইকেল প্রাপক শেখ মফিজুল, তরুণ কুমার দাস, মনোজ কুমার বাগদি প্রমুখরা বলেন আমরা বিভিন্ন দপ্তরে আমাদের আবেদন জানায় । এই আবেদনে সাড়া দিয়ে আমাদের পাশে থাকার জন্য খুব খুশি । কাজের তাগিদে বাইরে যাওয়া আমাদের পক্ষে অসাধ্য ছিল । ট্রাই সাইকেল পাওয়ার পর আমরা সহজেই আমাদের কাজকর্ম করার জন্য বাইরে যেতে পারবো । শিরদাঁড়া উঁচু করে বাচার জন্য এই সহায়তা আমাদের কাছে অতুলনীয় ।