শ্রী:সবুজের অভিযানের উদ্যোগে স্বাস্থ‍্যপরীক্ষা শিবির।

Spread the love

শ্রী:সবুজের অভিযানের উদ্যোগে স্বাস্থ‍্যপরীক্ষা শিবির।

সেখ সামসুদ্দিন, ১৬ এপ্রিলঃ আজ ২ বৈশাখ ১৪৩০ এবং ইংরেজি ১৬ এপ্রিল ২০২৩ রবিবার বর্ধমান ২ ব্লকের অন্তর্গত সোনাপলাশী গ্রামে স্বেচ্ছাসেবী সংগঠন শ্রী:সবুজের অভিযানের উদ্যোগে এবং বর্ধমানের অনন্যা হাসপাতালের সক্রিয় সহযোগিতায় একটি বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় |
এ স্বাস্থ্য পরীক্ষা শিবিরটি অনুষ্ঠিত হয় সোনাপলাশী যুব সংঘ ক্লাবঘর এবং সংলগ্ন দুর্গা মন্ডপে। এই শিবিরে উপস্থিত ছিলেন বর্ধমান অনন্যা হাসপাতালের কর্ণধার ডক্টর বি.ডি.বর্মন, ম্যানেজিং ডিরেক্টর এ.ডি. বর্মন এবং হাসপাতালের অন্যান্য কর্মীবৃন্দ এবং বিশিষ্ট চর্ম বিশেষজ্ঞ ডক্টর জ্ঞান প্রকাশ ব্যানার্জী। এই শিবিরে সোনাপলাশী গ্রামের ১৬০ জন গ্রামবাসী স্বাস্থ্য পরীক্ষার সুযোগ পান। এই দিনের শিবিরের ব্যবস্থাপনার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন সোনাপলাশী যুব সংঘের সদস্যবৃন্দ। এই স্বাস্থ্য পরীক্ষা শিবির নিয়ে গ্রামবাসীদের মধ্যে যথেষ্ট উৎসাহ দেখা যায়।
এই দিনের স্বাস্থ্য পরীক্ষা শিবিরে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংস্থা শ্রী: সবুজের অভিযান-এর সভাপতি নিখিল কুমার খাঁ, সহ-সভাপতি অসিত কুমার পাঠক, সহ-সম্পাদক কাজী মোঃ রায়হান, বৃক্ষবন্ধু সোমনাথ গুপ্ত, সজল কুমার দে, সংস্কৃতি সম্পাদক অম্লান মজুমদার, আহবায়ক অনির্বাণ রায় প্রমুখ। সোনাপলাশী যুব সংঘ -এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সম্পাদক ইন্দ্রনীল দত্ত, সভাপতি রঘুনাথ চ্যাটার্জী, সহ-সভাপতি সুশান্ত চক্রবর্তী, সহ-সম্পাদক গৌতম চ্যাটার্জী, সংস্কৃতি সম্পাদক গৌড়চন্দ্র মন্ডল ও অন্যান্য সদস্যবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *