IGNOU তে চল্লিশ তম প্রতিষ্ঠা দিবস পালিত হল

Spread the love

IGNOU তে চল্লিশ তম প্রতিষ্ঠা দিবস পালিত হল


প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ১০৮ তম জন্মদিন এ তাঁর নামে প্রতিষ্ঠিত ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিষবিদ্যালয় কলকাতা আঞ্চলিক কেন্দ্র বিকাশ ভবনে নিজেদের কার্যালয়ে চল্লিশ তম প্রতিষ্ঠা দিবস পালন করলেন।
IGNOU র মূল অনুষ্ঠান অবশ্য কেন্দ্রীয় কার্যালয় নিউ দিল্লী র ময়দান গড়ি র বাবা সাহেব আম্বেদকর কনভেনশন সেন্টার এ পালিত হয় এবং সেই অনুষ্ঠান রিলে সিস্টেম এ সারা ভারতবর্ষে র আঞ্চলিক কেন্দ্রে শ্রোতা দর্শক দের সামনে প্রদর্শীত হয়। নতুন দিল্লীর মূল অনুষ্ঠানে র শুভ সূচনা করেন ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয় এর মাননীয়া উপাচার্য্য প্রফেসর :উমা কাঞ্জিলাল। প্রধান অতিথি ছিলেন কানাডা থেকে আগত প্রফেসর পিটার স্কট, এফ আর এস এন।

একই সঙ্গে কলকাতা আঞ্চলিক কেন্দ্রে বরিষ্ঠ আঞ্চলিক অধিকর্তা ড :সুজাতা দত্ত হাজারিকা, ডেপুটি আঞ্চলিক অধিকর্তা ড :শান্তনু মুখোপাধ্যায়, সহ অধিকর্তা ড :অজয় বেহেরা সহ আঞ্চলিক কেন্দ্রের সমস্ত আধিকারিক ও কর্মীবৃন্দ নিউ দিল্লী প্রেরিত অনুষ্ঠান প্রদর্শন করেন এবং পরিশেষে সবাই জাতীয় সঙ্গীত এ কণ্ঠ মিলিয়ে অনুষ্ঠান শেষ করেন। ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয় এর কলকাতা আঞ্চলিক কেন্দ্রে চল্লিশ বর্ষ পূর্তি অনুষ্ঠানে অংশগ্রহণ স্মরণীয় অনুষ্ঠান হিসেবে যথা যোগ্য মর্যাদায় পালিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *