দুর্গাপুরে ঘরে ঘরে রবীন্দ্রনাথ আয়োজন করলো আন্তরিক সাহিত্য পত্রিকা
জ্যোতিপ্রকাশ মুখার্জি।
দুর্গাপুরের সেবামূলক সাহিত্য পত্রিকা আন্তরিক কবিগুরুর ১৬৩ তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে ঘরে ঘরে রবীন্দ্রনাথ নামক একটি নতুন কর্মসূচী গ্রহণ করলো। আজ পত্রিকার সম্পাদিকা অন্তরা সিংহরায়ের বাড়ি থেকে শুরু হলো এই যাত্রা ।রবীন্দ্রনাথ আসুক এই রবীন্দ্র মাসে প্রত্যেকের বাড়িতে বাড়িতে । পরিবারের লোকজন ,প্রতিবেশী ,স্বজন ,বন্ধু বান্ধব সকলে একত্রিত হয়ে হোক রবীন্দ্র চর্চা।সেই চর্চাতে উঠে আসুক সহজপাঠ থেকে সঞ্চয়িতার কবিতা অথবা নানান রবীন্দ্র সংগীত ,কবির বাণী।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বাঙালির অস্তিত্ব, তিনি আমাদের একান্ত নিজের মানুষ, আমাদের গৌরব। আজ আন্তরিক সাহিত্য পত্রিকার প্রভাতী রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপতি অশোক সিংহরায় , তরুণ সাহা , জয়া মোদক , উমা শংকর সেন , রীনা রায় , অর্চনা সিংহরায় ,অঙ্কিত ঘোষ ,শুভ্রা পাল প্রমুখ সাহিত্য ও সংস্কৃতি অনুরাগী শিল্পীরা কবির গান ও কবিতার মধ্য দিয়ে কবিকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন। এ যেন কবির ভাষায় বলা
‘গানের ভিতর দিয়ে যখন দেখি ভুবনখানি
তখন তারে চিনি আমি, তখন তারে জানি। ’
সম্পাদিকা অন্তরা সিংহরায় বলেন “ এই ঘরে ঘরে রবীন্দ্রনাথ কর্মসূচীর মধ্য দিয়ে পরিবারের শিশুদের অর্থাৎ আগামী প্রজন্মের মধ্যে সাংস্কৃতিক চেতনা বৃদ্ধি করা যাবে ব্যাপকভাবে।আগামী প্রজন্মকে সুষ্ঠ ও ঐতিহ্যসম্পূর্ণ সংস্কৃতির ভাবনা দিয়ে যাওয়া আমাদের কর্তব্যের মধ্যে পড়ে । আর রবীন্দ্রনাথ বাঙালীর রক্তে মিশে আছে তাঁকে শ্রদ্ধা জানাতে মঞ্চ ,মাইক্রোফেন বা বিশাল আয়োজনের প্রয়োজন নেই সেই বার্তা দিতে চাইছি সাধারণ মানুষের মধ্যে। ”
বাচিক শিল্পী বর্ণালি সরকার দুর্গাপুরে তার বাড়িতে এরকম একটি প্রভাতী রবীন্দ্রজয়ন্তী আয়োজন করেছিলেন এলাকার মানুষদের নিয়ে। যা প্রশংসার দাবী রাখে। এই ভাবে দুর্গাপুরের বহু এলাকায় কবিকে শ্রদ্ধা নিবেদন করা হয়।