বাংলাদেশী সুন্দরীর ভারতীয় পাসপোর্ট, জঙ্গি যোগের অভিযোগ
প্রলয় ঘোষ :
তার জন্ম, বাসস্থান সবই বাংলাদেশে। এখনও তার নাম রয়েছে ও দেশের নির্বাচনী তালিকায়। কাজও করছেন বাংলাদেশের একটি বিশেবিদ্যালয়ে। অথচ, সেই নামেই রয়েছে ভারতীয় পাসপোর্ট, বাংলাদেশে বেড়াতে যাওয়ার ভারতীয় ভিসা। বাংলাদেশী এক সুন্দরী তরুণীর এমন নথির অনুসন্ধান করতে গিয়ে আইবির হতে উঠে এসেছে জঙ্গি যোগের তথ্য বলে জানা গেছে । দাবি,আইনি প্রক্রিয়াও শুরু করা হয়েছে ওই মহিলার বিরুদ্ধে।
আইবি সূত্রে প্রকাশ , সাদিকা জান্নাত চৌধুরী নামে ওই মহিলার জন্ম সিলেটের সুনামগঞ্জে, ১ মার্চ ১৯৯৩ সালে। সিলেটের লিডিং ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের মেম্বার রয়েছেন তিনি। এহেন সাদিকার হাতেই রয়েছে ভারতের আসামের পাসপোর্ট, ভিসা। সেখানে দেখা যাচ্ছে, ২০১৩ সালের মার্চ মাসে তৈরি হওয়া ওই পাসপোর্টের মেয়াদ শেষ হচ্ছে ২০২৩ সালের মার্চ মাসে। আর এখানেই উঠছে প্রশ্ন, কিভাবে এটা সম্ভব? আর এই প্রশ্নের জবাব খুঁজতেই উঠে এসেছে সাদিকার জামাত যোগের তথ্য।
ভারতীয় গোয়েন্দা সূত্রে জানা যাচ্ছে, সাদিকা বাংলাদেশী জঙ্গি সংগঠন জামাতের হয়ে কাজ করছেন। আর তাকে এই কাজে মদত দেন লিডিং বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা । তাঁর মদতেই জঙ্গি সংগঠন জামাতের হয়ে কাজ করছেন সাদিক বলে জানা গেছে । এমনকি সিলেটের শীর্ষ জামায়াত ও জঙ্গি গোষ্ঠীর নেতাদের সঙ্গে রয়েছে তার ঘনিষ্ঠ যোগাযোগ। গোয়েন্দা সূত্রে আরও জানা গিয়েছে, সাদেকা আপাতত বাংলাদেশে থাকলেও তার ওপর সব সময় নজরদারি চালানো হচ্ছে। আইনি প্রক্রিয়ায় শুরু করা হয়েছে তার বিরুদ্ধে। এই বিষয়ে অবশ্য সদিকার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সেটা সম্ভব হয় নি। তার দুটি ফোনের কোনোটাতেই পাওয়া যায়নি তাকে।

