সিউড়িতে বন্ধ থাকা মিকি মেটাল কারখানা চালুর ব্যাপারে তিন শ্রমিক ইউনিয়নের যৌথ আলোচনা
সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:- জেলা সদর সিউড়ির সন্নিকটে অবস্থিত মিকি মেটাল কারখানাটি দীর্ঘদিন যাবৎ বন্ধ রয়েছে।রবিবার উক্ত কারখানার কাছাকাছি জাতীয় কংগ্রেসের শ্রমিক সংগঠন আই এন টি ইউ সি, সিপিআইএম প্রভাবিত সি আই টি ইউ এবং তৃনমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আই এন টি টি ইউ সি সংগঠনের নেতৃবৃন্দ সহ কারখানার শ্রমিকদের নিয়ে একটি আলোচনাসভার আয়োজন করা হয়।উল্লেখ্য দীর্ঘ ১৫ মাস ধরে মিকি মেটাল কারখানাটি বন্ধ রয়েছে। অথচ এখনো পর্যন্ত সরকারিভাবে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে তিনটি শ্রমিক সংগঠনের একই বক্তব্য। সেই প্রেক্ষিতে রবিবার উক্ত তিনটি শ্রমিক সংগঠনের পক্ষ থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে, যদি মিকি মেটাল কারখানা না খোলা হয় তাহলে সরকারি নিয়ম অনুযায়ী যে বিশেষ ভাতা দেওয়া হয় তার ব্যবস্থা শ্রম দপ্তরকে করতে হবে। এবং কারখানা খোলার দাবিতে জেলা প্রশাসনের নিকট এক দাবি পত্রও পেশ করা হবে বলে আলোচনা সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। জেলা আইএনটিইউসি সভাপতি মৃণাল বসু জানান বীরভূম জেলার সমস্ত কারখানা বন্ধের পরিপ্রেক্ষিতে জেলার সমস্ত শ্রমিক ইউনিয়ন গুলো একত্রিত হয়ে আন্দোলনের পথে নামতে বাধ্য হচ্ছে। আগামী ৭ জুন সিউড়ি সিটু অফিসে বেলা দুই টায় জেলার সমস্ত ট্রেড ইউনিয়ন গুলোর যৌথ সভা অনুষ্ঠিত হবে। উক্ত দিনে আরো অনেক কেন্দ্রীয় স্তরে ট্রেড ইউনিয়ন গুলি আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সেগুলো সাফল্যমন্ডিত করার জন্য ৭ই জুন সিটু অফিসের আলোচনা সভায় প্রস্তাব গ্রহণ করা হবে বলে জানা যায়। আগামী 12ই জুন সোমবার সকাল দশটায় মিকি মেটাল এর শ্রমিক গণ কারখানার সামনে ধর্না কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহণ করেন এদিনের সভা থেকে।
মিকি মেটাল বাঁচাও কমিটির পক্ষে উপস্থিত ছিলেন আই এন টি ইউ সি, সিটু, আই এন টি টি ইউ সি নেতৃত্ব দানকারীদের মধ্যে মৃণাল বসু,বলরাম চ্যাটার্জী কিশোর মালাকার আমরুল শেখ,ভরত অঙ্কুর প্রমুখ নেতৃত্ব।