নিজস্ব প্রতিনিধি ,
কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় টিভি সাক্ষাতকারের উত্তর দিচ্ছেন, ইস্তফা নয়।বিচারপতি নাকি ইস্তফা দেবেন! কলকাতা হাইকোর্ট পাড়ায় এমন গুঞ্জনের মধ্যেই জবাব দিলেন বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার দুপুরে এজলাসে এসেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ে। এদিন এজলাসে বসে তিনি জানান, ”শুনছি কেউ কেউ রটাচ্ছে আমি নাকি ইস্তফা দিচ্ছি…! আমি পদত্যাগ করছি না।
যে লড়াই শুরু হয়েছে। সেই লড়াই চলবে।”কোন লড়াইয়ের কথা বলছেন বিচারপতি? গত এক সপ্তাহে সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেশ কয়েকটি নির্দেশে অন্তবর্তী স্থগিতাদেশ দিয়েছে। সেই সঙ্গে এক সংবাদ চ্যানেলে বিচারপতির সাক্ষাত্কার দেওয়া নিয়ে হলফনামাও জমা দিতে বলেছে সুপ্রিম কোর্ট। তাঁর নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে যাওয়ার বিষয়টিকেই বিচারপতি ‘লড়াই’ বলতে চেয়েছেন কি না, তা স্পষ্ট নয়। তবে এজলাসে বসে তাঁর টিভিতে সাক্ষাত্কার দেওয়া এবং নিয়োগ দুর্নীতি— দু’টি বিষয় নিয়েই মন্তব্য করেছেন বিচারপতি। এদিন এজলাসে প্রথমে বিচারপতি জানান , ”যে লড়াই শুরু হয়েছে, তা চলবে। যত মিথ্যা কথা বলা হয়েছে, সেগুলির ব্যাখ্যা দিতে হবে। আমি হয়তো সব দিন থাকব না। কিন্তু আমি থাকি বা না থাকি লড়াই বন্ধ হবে না।”এর পরেই তাঁর টিভিতে সাক্ষাত্কার দেওয়ার প্রসঙ্গও উঠে আসে। বিচারপতি বলেন, ”ইন্টারভিউ যখন আমি দিয়েছি, তখন উত্তরও আমাকেই দিতে হবে।” তবে একই সঙ্গে বিচারপতি বলেছেন, ”সুপ্রিম কোর্টের অর্ডার কপি এখনও আপলোড হয়নি শুনলাম। অর্ডার আসুক। উত্তর দেব।” প্রসঙ্গত মঙ্গলবার আদালতের প্রথমার্ধে এজলাসে বসেননি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সম্ভবত তাঁর অনুপস্থিতি নিয়ে আদালত চত্বরে হওয়া কোনও জল্পনা কানে এসেছিল বিচারপতির। তা নিয়েই আদালতে এসে ক্ষোভ জানান তিনি। দুপুর ২টোর সময় এজলাসে এসে তাই বিচারপতিকে বলতে শোনা যায়, ”প্রথমার্ধে বসিনি। আমাকে দিয়ে ইস্তফা দেওয়াও হয়ে গেল। আমি ইস্তফা দিচ্ছি, এটা রটে গিয়েছে। কিন্তু আমি পদত্যাগ করছি না।”কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী বৈদুর্য্য ঘোষাল বলেছেন – -” অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাখিল করা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা চলাকালীন অভিষেক মনু সিংভি আবেদনকারীর পক্ষে উপস্থিত হওয়া সিনিয়র আইনজীবী একটি নিউজ মিডিয়া চ্যানেলে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ১৯ সেপ্টেম্বর ২০২২ তারিখের একটি সাক্ষাৎকারের একটি অনুবাদিত প্রতিলিপি কোর্টে পেশ করেছেন। সেটি কোর্টে পেশ করার পর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে সেটি ব্যক্তিগতভাবে যাচাই করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে যে তিনি উপরে উল্লিখিত নিউজ চ্যানেলে সাক্ষাৎকার নিয়েছেন কিনা। রেজিস্ট্রার জেনারেল ২৭ এপ্রিল বা তার আগে এই আদালতের সামনে একটি হলফনামা দাখিল করবেন”। আগামী ২৮ এপ্রিল এই মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে।