শোনো গো দখিণ হাওয়া
নীতা কবি মুখার্জী
পায়ে পড়ি ওগো দখিণ হাওয়া পাগল করে বয়োনা,
আমার প্রেমী দূরে গেছে, আমি আর সইতে পারি না।
বইছো তুমি তোমার মতো কাননের ফুলে ফুলে,
বইছো তুমি আপন মনে শান্ত নদীর কূলে ।
যে কথা হয়নি বলা তারে বলে দিও সেই কথা,
হিসাব তো রাখিনি কোনো, সয়েছি মরম ব্যথা।
বিরহের জ্বালা নিয়ে বসে আছি আনমনে পথ চেয়ে,
নিদারুন বিরহ, কষ্টের কথা বোলো যেন তারে গিয়ে।
আগুন লেগেছে বনে-বনান্তরে, পলাশ-শিমুল হাসে,
মত্ত অলিরা গুনগুন গানে গোলাপের কাছে আসে।
ওগো বসন্ত-ঋতুরাজ তুমি এনে দাও মোর প্রিয়া
বিরহ জ্বালায় কাতর আমি, উন্মাদ এই হিয়া।

 
			 
			 
			