খুনের তদন্ত ও খুনীদের গ্রেপ্তারের দাবিতে মল্লারপুর থানা ঘেরাও মাঠ মহুলা গ্রামবাসীদের

Spread the love

খুনের তদন্ত ও খুনীদের গ্রেপ্তারের দাবিতে মল্লারপুর থানা ঘেরাও মাঠ মহুলা গ্রামবাসীদের

সেখ রিয়াজুদ্দিন, বীরভূম:- জমি সংক্রান্ত বিষয় সম্পত্তি নিয়ে ২২ বছরের এক তরতাজা যুবক খুনের অভিযোগ নিহত যুবকের জ্যাঠা ও তার ছেলের বিরুদ্ধে।পুলিশ কোনো সক্রিয় পদক্ষেপ নিচ্ছে না এই অভিযোগে মঙ্গলবার বীরভূম জেলার মল্লারপুর কলেজ রোড অবরোধ ও থানা ঘেরাও কর্মসূচি পালন করেন মাঠমহুলা গ্রামের নিহতের পরিবার সহ গ্রামবাসীগন।
উল্লেখ্য গত ২৫ শে মার্চ মল্লারপুর থানার গাদিয়াড়া গ্রামের রাস্তার পাশে এক যুবকের মৃতদেহ উদ্ধার করে মল্লারপুর থানার পুলিশ।পরিচয় সূত্রে জানা যায় মৃত যুবকের নাম সোমনাথ মন্ডল,বয়স ২২ বছর বাড়ি স্থানীয় থানার মাঠ মহুলা গ্রামে। মল্লারপুর থানার পুলিশ সেদিন মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। পরিবার সূত্রে জানা যায় ২৪ শে মার্চ শুক্রবার শেখপুর গ্রামে মেলা দেখতে গিয়েছিল।মৃতার পরিবার এবং গ্রামবাসিদের দাবি সোমনাথ মন্ডলের অস্বাভাবিক মৃত্যু হয়নি, তাকে খুন করা হয়েছে। আর এক্ষেত্রে সেই খুনের অভিযোগ মৃতার কাকা এবং তার ছেলের বিরুদ্ধে। ঘটনার পর কয়েকদিন কেটে গেলেও খুনিরা ধরা পড়েনি এবং তদন্তের ক্ষেত্রে অগ্রগতি হয়নি বলে অভিযোগ তুলে মৃতার পরিবার সহ গ্রামবাসীগন একত্রে রাস্তা অবরোধ এবং থানা ঘিরে বিক্ষোভ প্রদর্শন করেন মঙ্গলবার। অপ্রীতিকর ঘটনা এড়াতে স্থানীয় থানার ওসি সহ বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় এবং থানা চত্বর থেকে বিক্ষোভ প্রদর্শন কারীদের সরিয়ে দেয় পুলিশ। মৃতার মা ইতি মন্ডল বলেন ধনসম্পত্তির লোভে আমার ছেলেকে খুন করা হয়েছে। খুনিদের ফাঁসি চাই। মৃতার জামাইবাবু বলেন খুনের কিনারা এবং খুনিদের শাস্তির দাবিতে থানা ঘেরাও করা হয়েছিল। থানার ওসি আমাদের দশজনকে ডেকে কথা বলেন এবং খুনের তদন্ত যে করছেন তার বেশকিছু ভিডিও ফুটেজ দেখালেন। সেই সাথে খুনিদের দ্রুত ধরার আশ্বাস দেন। যার প্রেক্ষিতে থানা ঘেরাও কর্মসূচি প্রত্যাহার করে নেওয়া হয়, আমরা সন্তষ্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *