MIND MANTRA অ্যাবাকাস ন্যাশনাল পরীক্ষায় কলকাতার সাইন সিটিতে প্রথম স্থান অধিকার করে সকলকে তাগ লাগিয়ে দিল ভাতারের ষষ্ঠ শ্রেণির ছাত্রী আসমা উল হুসনা।
পূর্ব বর্ধমান জেলার ভাতার গার্লস হাই স্কুল ও MMA ভাতার সেন্টারের ছাত্রী আসমা উল হুসনা ন্যাশনাল অ্যাবাকাস পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে সকলকে তাগ লাগিয়ে দিল।
মাত্র 12 মিনিটে 130 টি অংক করে প্রথম স্থান অধিকার করে আসমা উল হুসনা।
ভাতার ব্লক থেকে মোট ৩৯ জন ছাত্র ছাত্রী যায় কলকাতার সাইনসিটি তে পরীক্ষা দিতে ।
আসমা উল হুসনা জানায়, তার এই সফলতা এসেছে তার শিক্ষিকাদের জন্য।
ভাতার অ্যাবাকাস স্কুলের প্রধান শিক্ষিকা মলিমালা রায় জানান, আমার স্কুল থেকে মোট ৩৯ জন ছাত্র ছাত্রী পরীক্ষা দিতে গিয়েছিল। সেখানে আসমা প্রথম স্থান অধিকার করেছে। বাকি বেশ কিছু ছাত্র-ছাত্রী পজিশন পেয়েছে।
সকলের জন্য আমার আশীর্বাদ রইল তারা আরো ভালো রেজাল্ট করুক।
ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট।