MIND MANTRA অ্যাবাকাস ন্যাশনাল পরীক্ষায় কলকাতার সাইন সিটিতে প্রথম স্থান অধিকার করাই ভাতার গার্লস হাই স্কুলের পক্ষ থেকে আসমা কে সম্বর্ধনা জানানো হলো।

Spread the love


MIND MANTRA অ্যাবাকাস ন্যাশনাল পরীক্ষায় কলকাতার সাইন সিটিতে প্রথম স্থান অধিকার করাই ভাতার গার্লস হাই স্কুলের পক্ষ থেকে আসমা কে সম্বর্ধনা জানানো হলো।


কর্মসূচি চলল বুধবার দুটো ত্রিশ মিনিট পর্যন্ত।
ভাতার গার্লস হাই স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী আসমা উল হুসনা ন্যাশনাল অ্যাবাকাস পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে সকলকে তাগ লাগিয়ে দিল।
তার বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে আজ অর্থাৎ বুধবার বিশেষ সমবর্ধনা জানানো হয়।
মাত্র 12 মিনিটে ১৩০টি অংক করে প্রথম স্থান অধিকার করে আসমা উল হুসনা।

আসমা উল হুসনার সফলতায় খুশী বিদ্যালয় এর সকল শিক্ষিকা।
তাকে উপহার দেয়া হয় বিদ্যালয়ের পক্ষ থেকে।

বিদ্যালয় এর প্রধান শিক্ষিকা ওরচি মজুমদার জানান, আসমাকে নিয়ে আমাদের স্কুলের সকলের গর্ব,
গর্ব ভাতার এলাকার মানুষজনের।
আমি স্কুলের সকল ছাত্রীদেরকে বলব তোমরা সকলেই ভালো পড়াশোনা কর।সকল ছাত্রীর জন্য আমার আশীর্বাদ রইল ।

উল্লেখ্য কলকাতার সাইনসিটি তে এই পরীক্ষা হয়েছিল গত ইংরেজি ১৮ই জানুয়ারি।

ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *