MIND MANTRA অ্যাবাকাস ভাতারের বিদ্যালয় এর পক্ষ থেকে বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান,পুরস্কার বিতরণী ও গুণীজনদের সম্বর্ধনা।
MIND MANTRA অ্যাবাকাস ভাতারের বিদ্যালয় এর ২০২৫ এর বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো।
নাচ গান আবৃত্তির মাধ্যমে এই অনুষ্ঠান হয়।
পাশাপাশি সারা বছর নানান পরীক্ষার প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয়।
মোট বিভিন্ন পরীক্ষায় ১০০ জন ছাত্রছাত্রীকে পুরস্কৃত করা হয়।
পাশাপাশি ভাতার গার্লস হাই স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী আসমা উল হুসনা ন্যাশনাল অ্যাবাকাস পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে তাকে সম্বর্ধনা জানানো হয়।
এবং ওই ন্যাশনাল পরীক্ষায় আরো 16 জনকে পুরস্কৃত করা হয়।
উপস্থিত ছিলেন,
কলকাতা থেকে এসেছিলেন শৈবাল সেন শর্মা ও সম্রাট পাল,প্রধান শিক্ষিকা মনিমালা রায়, এছাড়াও চৈতালী প্রধান, পূজা মণ্ডল, অপর্না হাজরা।
এই সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে ওঠেন বিদ্যালয়ের কচিকাঁচারা।
বিদ্যালয় এর প্রধান শিক্ষিকা মনিমালা রায় জানান,
প্রথমে যখন অ্যাবাকাস চালু করি তখন মাত্র কয়েকজন ছাত্রছাত্রীকে নিয়ে শুরু করি। বর্তমানে শতাধিক ছাত্র-ছাত্রী রয়েছে।
রাজ্য তথা বিভিন্ন রাজ্যে আমার ছাত্র-ছাত্রীরা বিভিন্ন কম্পিটিশনে অংশগ্রহণ করছে।
ভালো রেজাল্ট ও করছে, খুব ভালো লাগছে।
আমি প্রত্যেক অভিভাবক কে বলব মানসিক বিকাশের জন্য অ্যাবাকাস শেখানো খুব জরুরী।
ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট।