বর্ধমানে সাংবাদিক সংগঠনের নতুন কমিটি

Spread the love

বর্ধমানে সাংবাদিক সংগঠনের নতুন কমিটি

আবুল কায়েম : বর্ধমান:

শনিবার বর্ধমানের পান্থশালা ভবনে ‘ওয়েস্ট বেঙ্গল ইউনিয়ন অফ জার্নালিস্ট’ এর পূর্ব বর্ধমান জেলা শাখার একটি বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় , এই সভায় বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার এবং বিধায়ক খোকন দাস সাংবাদিকদের কঠোর পরিশ্রম ও নিষ্ঠার প্রশংসা করে আগামী দিনে সবরকম সাহায্যের আশ্বাস দেন । সাংবাদিকদের সভা প্রভৃতি করার জন্য পৌরসভার অধীন পান্থশালা সভা গৃহটি কম ভাড়ায় প্রদানের জন্য সংগঠনের বিদায়ী সম্পাদক রূপক মজুমদার আবেদন জানালে পৌরপতি তা মঞ্জুর করেন । বিধায়ক খোকন দাস বলেন চিরদিনই তিনি স্থানীয় সাংবাদিকদের পাশাপাশি এলাকার সকলের জন্য সঙ্গে নিবিড় সম্পর্কে বিশ্বাসী, কেউ কোনো সমস্যায় পড়লে তিনি সাধ্যমত তা দূর করার চেষ্টা করেন বলে বিধায়ক জানান। স্বাগত ভাষণে বিদায়ী সম্পাদক রূপক মজুমদার জানান জাতীয় সড়ক ধরে সংবাদ সংগ্রহ করতে টোল ট্যাক্স এর কারণে বহু সময় সাংবাদিকদের নানা সমস্যায় পড়তে হয়, এই কর মুকুব অথবা কিছুটা হ্রাস করার জন্য ইতিমধ্যেই সংগঠনের পক্ষে থেকে কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে। সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রক থেকে এক পত্রে জানানো হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছেন। সংগঠনের পক্ষ থেকে বিশ্বজিৎ হাজরা সাংবাদিকদের জন্য বন্ধ হয়ে যাওয়া রেল পাস আবার চালু করার জন্য কেন্দ্রের কাছে দাবি জানানোর প্রস্তাব দেন । সভায় আয় ব্যয়ের হিসেব পেশ করেন কোষাধ্যক্ষ প্রবীর চট্টোপাধ্যায়, অনুষ্ঠানের সভাপতি সর্বজিৎ যশ জানান, করোনা এবং করোনা উত্তর পরিস্থিতির কারণে মাঝে সংগঠনের সভা এবং বিভিন্ন অনুষ্ঠান করা সেভাবে সম্ভব হয়নি, নতুন কমিটি দুর্বার গতিতে সাংবাদিকদের স্বার্থে কাজ করবে বলে তিনি আশা প্রকাশ করেন। এই সভায় আগামী দুই বছরের জন্য নতুন পরিচালন কমিটি গঠিত হয়। সভাপতি রূপক মজুমদার, সহ-সভাপতি শান্তনু সেন শর্মা, সম্পাদক বিশ্বজিৎ হাজরা, সহ সম্পাদক রণদেব মুখার্জি ও সদানন্দ দে, কোষাধ্যক্ষ প্রবীর চট্টোপাধ্যায়, কার্যকারী সদস্যবৃন্দ সর্বজিৎ যশ, প্রসেনজিৎ সামন্ত, শেখ নিজাম আলম, শফিকুল ইসলাম, তারাশংকর সরকার প্রমূখ কে নিয়ে একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *