সেখ রাজু,
পূর্ব বর্ধমান জেলা মঙ্গলকোট ব্লকের তৃণমূল কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হন তৃণমূল নেতা শান্ত সরকার । নতুন জেলা কমিটিতে স্থান পাওয়াতে উচ্ছ্বসিত মঙ্গলকোটের তৃণমূল কংগ্রেস কর্মীরা । দীর্ঘ সময় ধরে মঙ্গলকোট বিধানসভা পরিচালনার রূপরেখা তৈরি হতো বীরভূম থেকে । এবারে কিছুটা ব্যতিক্রমী চিত্র ধরা পরল । পূর্ব বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেস কমিটির বেশ কিছু পদে মঙ্গলকোটের নেতৃত্বরা । পূর্ব বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেস কমিটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক শান্ত সরকারকে তৃণমূল কংগ্রেস কর্মীরা সংবর্ধনা প্রদান করেন পাশাপাশি পথচলিত সকলকে মিষ্টিমুখ করানো হয় ।
পূর্ব বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেস কমিটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক শান্ত সরকার জানান, দলের এই সিদ্ধান্তকে ধন্যবাদ জানাই । তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথ হল আমাদের হাতিয়ার । তার উন্নয়নশীল মানসিকতাকে সঙ্গ দিতে আমরা সদা প্রস্তুত । আগামী দিন এলাকার সকলকে একত্রে নিয়ে মঙ্গলকোটে তৃণমূল কংগ্রেসের মাটিকে আরো শক্তিশালী করব । উন্নয়ন হলো আমাদের প্রচার, সেই উন্নয়নে কোনরকমে খামতি হবে না । নতুন বাংলা গঠনের পাশাপাশি নতুন মঙ্গলকোট তৈরি হবে ।