বিশ্ব পরিবেশ দিবসে দূষণ রোধে অভিনব প্রতিবাদ নিউটাউনে
বাপন দাঁ,
প্রতিবছর ৫ই জুন এলে পরিবেশ নিয়ে আমাদের মাতামাতি শুরু হয়ে যায়। বছরের পর বছর জীবনযাপনকে স্বচ্ছন্দ করতে, আধুনিক শহর ব্যবস্থা গড়ে তুলতে গিয়ে প্রতিদিন দূষণ বেড়ে চলেছে। বিশ্ব পরিবেশ দিবস উদযাপনে ত্রুটি থাকে না, কিন্তু পরিবেশ নিয়ে উদাসীনতা থেকে যায় দিনের পর দিন। নির্বিচারে গাছ কাটা, জলাশয় বুজিয়ে আবাসন চোখের সামনে ঘটতে থাকে। সাধারণ মানুষ বোবা দর্শক। তবু কিছু তো করতে হয়। সচেতনতার প্রসার আজ সবচেয়ে প্রয়োজন। তাই বিশ্ব পরিবেশ দিবসে আপামর মানুষকে মাটি, জল, গাছ নিয়ে ভাবার আর্জি জানিয়ে নিউ টাউনের রাস্তায় প্ল্যাকার্ড হাতে শরীরে লতা গাছ জড়িয়ে হাঁটলেন দুই অভিনেত্রী ও মডেল শ্রী ভদ্র ও সন্নতি মিত্র ।পেশা তাদের অভিনয় বা মডেলিং হলেও এখানে কিন্তু অভিনয় নেই।
বিশ্ব উষ্ণায়নের মাশুল এই ভরা গ্রীষ্মে প্রতিটি মানুষকে দিতে হচ্ছে। প্রচন্ড দাবদাহ অথচ গাছের ছায়া নেই। জলাশয় শুকনো। এই অবস্থায় শ্রী ভদ্র- সন্নতি দুজনেই জানালেন- আর দেরি নয়, সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে ।অন্তরের আহ্বানে পরিবেশ রক্ষার বার্তা নিয়ে তারা নেমেছেন রাস্তায়। বার্তা একটাই পরিবেশ বাঁচলে তবেই বাঁচবো আমরা।