ওডিসি নৃত্য শিল্পের প্রখ্যাত কোকিলা প্রভা দেবদাসী সম্মানে সম্মানিত হলেন ওডিসি নৃত্য গুরু সঞ্চিতা ভট্টাচার্য,
টিপু মোল্লা ,
বিগত তিন দশকেরও বেশি সময় ধরে ওডিসি নৃত্যধারা কে বিশ্বের দরবারে এক নতুন আঙ্গিকে পৌঁছে দিয়েছেন যে ব্যক্তিত্ব, সেই নৃত্যশিল্পী গুরু সঞ্চিতা ভট্টাচার্য, চলতি মাসের গত সপ্তাহে সম্মানিত হলেন ওডিসি নৃত্যের জগতে এক অনন্য সম্মান কোকিলা প্রভা দেবদাসী সম্মানের।। ওডিসি নৃত্য গুরু শ্রী কেলু চরণ মহাপাত্রর ১৯ তম মৃত্যু বার্ষিকীতে ওড়িশার পুরী ড্যান্স একাডেমির তরফ থেকে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ এই সম্মানে সম্মানিত হলেন গুরু সঞ্চিতা ভট্টাচার্য। প্রায় চার দশক ধরে বিশ্ববাসীর কাছে ওডিসি নৃত্যকে জনপ্রিয় করে তোলার পিছনে তার অবদান অনস্বীকার্য। তার দীর্ঘ কেরিয়ারে বিভিন্ন সময় যোগ হয়েছে নানান মণিমাণিক্য। ২০২২ সালে এনএবিসি র তরফে তিনি নৃত্য পরিচালনা করেছেন জ্যাপোজ থিয়েটারে, ১৫০ জন নৃত্যশিল্পীকে নিয়ে। তিনি নৃত্য পরিবেশন করেছেন ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে , হলিউড ফোর্ড থিয়েটার, এসপ্ল্যানেড থিয়েটার সহ একাধিক আন্তর্জাতিক নৃত্য মঞ্চে। দীর্ঘ কেরিয়ারে তিনি বিশ্বের দরবারে পেয়েছেন নানান সম্মান, এর আগেও ওডিসি নৃত্যের জন্য , ওড়িশা থেকে ২০১৮ সালে তিনি পেয়েছেন প্রখ্যাত মাহারি সম্মাননা। এবার তিনি সম্মানিত হয়েছেন কোকিলা প্রভা দেবদাসী সম্মানের। প্রতি বছর সম্মানীয় ওডিসি নৃত্য গুরুদের সম্মানিত করা হয় এই পুরস্কারে। এই বছর সেই সম্মনেই সম্মানিত হলেন সঞ্চিতা। তিনি জানিয়েছেন, ” যে কোনো পুরস্কার শিল্পীর জন্য এগিয়ে চলার অনুপ্রেরণা। এই সম্মানে আমি আপ্লুত।।”