যক্ষা রোগীদের জন্য সামাজিক সহায়তা প্রকল্প নিক্ষয় মিত্র র মাধ্যমে রোগীদের দত্তক নেওয়া হয়, রাজনগরে
সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:- জাতীয় যক্ষা নির্মূল কর্মসূচির আওতায় নিক্ষয় মিত্র কর্মসূচির মাধ্যমে শনিবার রাজনগর হাসপাতালে এক অনুষ্ঠানে এলাকার যক্ষা রোগীদের দত্তক নেওয়া হয়।
উল্লেখ্য,যক্ষামুক্ত ভারত গড়ার লক্ষ্যে সারাদেশ জুড়ে নিক্ষয় মিত্র কর্মসূচির মাধ্যমে এলাকার যক্ষা রোগীদের দত্তক নেওয়ার কর্মসূচি শুরু হয়েছে ।সেখানে ব্যক্তিগত, ব্যবসায়ী, স্বেচ্ছাসেবী সংগঠন সহ বিভিন্ন স্তরের লোকজন এবিষয়ে এগিয়ে আসছেন। অনুরূপ
ইতালির মিশনে ক্যালকাটা অন্ লুসের আর্থিক সহায়তায় এবং রিওয়ার্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় রাজনগর ব্লকের অন্তর্গত বিভিন্ন গ্রামের ছয়জন যক্ষা রোগীকে দত্তক নেওয়ার অঙ্গীকার করেন অনুষ্ঠানে। আগামী ছয় মাস পর্যন্ত এইসব যক্ষা রোগীদের প্রতি মাসে পুষ্টিকর খাদ্য পৌঁছে দেওয়া হবে বলে সংস্থার তরফে জানা গেছে। আনুষ্ঠানিকভাবে এই মাসের পুষ্টিকর খাদ্য দ্রব্যের প্যাকেট যক্ষা রোগীদের হাতে তুলে দেওয়া হয় সংগঠনের সদস্য সহ স্থানীয় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য কর্মীদের উপস্থিতিতে। রিওয়ার্ডের পাশাপাশি রাজনগর গ্রামীণ হাসপাতালের দুই স্বাস্থ্যকর্মী সবিতা গড়াই এবং চায়না রোয়ানিও এদিন একজন করে যক্ষা রোগীকে দত্তক নেন এবং তাদের হাতে পুষ্টিকর খাদ্যদ্রব্যের প্যাকেট তুলে দেন। অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন রাজনগর গ্রামীণ হাসপাতালের ব্লক অ্যাকাউন্টস ম্যানেজার তন্ময় মুখার্জি, সিনিয়র পি এইচ এন জুঁই সাহা, এসটিএস উজ্জল চৌধুরী, রিওয়ার্ডের সভাপতি রাজু রায়, এমেল হেমব্রম, রতন টুডু, খান আরশাদ প্রমুখ।
প্রসঙ্গত উল্লেখ্য ইতিপূর্বে আটজন যক্ষা রোগীকে দত্তক নেওয়া হয়েছে রিওয়ার্ডের তরফে। আজ আরও নতুনভাবে ৬ জনের দায়িত্ব নেওয়া হয় বলে জানা গেছে।