রথযাত্রা উপলক্ষে শান্তি কমিটির মিটিং লোকপুর থানায়
সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:- রথযাত্রা উপলক্ষে লোকপুর থানা পুলিশের পক্ষ থেকে এলাকার বিভিন্ন সম্প্রদায়ের মানুষ সহ রথযাত্রা কমিটির সদস্যদের নিয়ে লোকপুর থানার সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় শনিবার। আলোচনার মাধ্যমে তথ্য সংগ্রহ করেন এবং সেখান থেকে উঠে আসে লোকপুর থানা এলাকার কোথায় কোথায় রথযাত্রা বের হয়। সে উপলক্ষে কোথাও কোন অনুষ্ঠান বা মেলা বসে কি না ইত্যাদি তথ্য নেওয়া হয়। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে যেন রথযাত্রা পালিত হয় সে সম্পর্কে সবাইকে দায়িত্ব দেওয়া হয়। রথযাত্রা,নির্বাচন, বিভিন্ন ধরনের অনুষ্ঠান সহ সমস্ত বিষয়ে এলাকায় যেন শান্তি শৃঙ্খলা বজায় থাকে সেজন্য সকলের সহযোগিতা দরকার বলে আলোচনা সভা থেকে আহ্বান জানানো হয়।উপস্থিত ছিলেন লোকপুর থানার ওসি অশোক সিংহ মহাপাত্র, এস আই প্রশান্ত ঘোষ সহ রথযাত্রা কমিটির সদস্যগণ।