ভাতারে সড়কপথে ধান মিলছে সিডফার্ম, দুর্ঘটনার কবলে মানুষ
আমিরুল ইসলাম,
দুর্ঘটনা এড়াতে সড়কপথের ওপর ধান শুকাতে দিতে নিষেধ করে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কৃষকদের সচেতন করা হচ্ছে। এনিয়ে মাইকিংও করছে ভাতার থানার পুলিশ। কিন্তু নিয়মের তোয়াক্কা না করেই সড়কপথের ওপর দিনভর ধান মিলে রাখছে পূর্ব বর্ধমান জেলার ভাতারের রামনগর গ্রামে একটি সংস্থা। দেখা যায় ভাতারের কুলনগর মোড় থেকে হাড়গ্রাম মোড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার অংশ জুড়ে সড়কপথ ওই সিড ফার্ম সংস্থা কার্যত দখল করে রেখেছে। এনিয়ে সরব স্থানীয় গ্রামবাসীরা। তারা অনেকেই প্রশ্ন তুলেছেন যেখানে ছোট ছোট কৃষকদের রাস্তায় ধান মিলতে বাধা দিচ্ছে পুলিশ, পাশাপাশি ওই সিড ফার্ম সংস্থা থেকে সড়কপথ দখল করে থাকলেও উদাসীন পুলিশ প্রশাসন। এলাকাবাসীর দাবি, এভাবে ধান মিলে রাখার কারণে দুর্ঘটনা ঘটছে। অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন স্থানীয় গ্রামবাসীরা। উল্লেখ্য, এই পথ দিয়ে রাধানগর, হাড়গ্রাম, কাঁচগড়িয়া, বেলডাঙ্গা, পলসোনা, বিজয়পুর, কুবাজপুর প্রভৃতি গ্রামের মানুষ নিয়মিত যাতায়াত করেন। তারা অনেকেই দুর্ঘটনার কবলে পড়ছেন।