কাটোয়ায় কবিতা উৎসব
দীপঙ্কর চক্রবর্ত্তী
প্রখর তাপকে উপেক্ষা করে শুক্রবার বিকেল ৩-৭ পর্যন্ত আয়োজিত হল কবিতা উৎসব।সপ্তর্ষি প্রকাশনা সংস্হার গদ্য পদ্য প্রবন্ধ পত্রিকার আয়োজনে এই কবিতা উৎসবে বাংলা নববর্ষের আগের দিন শুক্রবার শেষ চৈত্রের প্রখর দাবাদাহকে উপেক্ষা করে বিরভূম,মুর্শিদাবাদ,পূর্ববর্ধমান,নদীয়ার ৬০ জন কবি এই দিন তাদের লেখা কবিতা পড়েন।উদ্বোধন করেন কবি দিলীপ সাহা,প্রধান অতিথী নিয়াজুল হক।মেঘ বলেছে যাবো যাবো গানটি খুব সুন্দর ভাবে পরিবেশন করে দহনের ক্লান্তি দূড় করে দেন বিপাশা মন্ডল।পত্রিকার সম্পাদক অধ্যাপক ও কবি অংশুমান কর ও লেখক তুষার পন্ডিত এই উৎসবের প্রয়োজনের কথা বলেন,সকল কবি এই গরমের মধ্যেও কবিতাকে ভালোবেসে এসেছেন বলে ধন্যবাদ জানান।এর পর প্রবীর দাস,কুশল কুমার বাগচী,চন্দ্রনাথ মুখোপাধ্যায়,অনিল ঠাকুর,তপন দাস,দীপঙ্কর চক্রবর্ত্তী,জয়দেব দত্ত,অলোক দত্ত,জপমালা ঘোষ রায়,হাসি খাতুন,গোবিন্দরাম মান্না,জহর প্রধান,মলয় ঘোষ,অসীম বিশ্বাস,দিলীপ মুখোপাধ্যায়,কুন্তল মন্ডল প্রমুখ কবি গন। কবি উজ্জল সিংহের প্রয়ানে তার লেখা দুটি কবিতা পাঠ করে কবিতা উৎসব শুরু হয়।এই অনুষ্ঠানটি কাটোয়া ভাষাসদন সভাগরে আয়োজিত হল।ভাষাসদনের সহযোগীতায়।সুন্দর সন্চালনা করেন কৌশিক মুখোপাধ্যায় ও প্রতাপ মজুমদার।