আইএনটিইউসি র ৭৬ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা রামপুরহাটে
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- আগামী ৩রা মে ২০২৩ জাতীয় কংগ্রেসের শ্রমিক সংগঠন আই এন টি ইউ সি র ৭৬ তম প্রতিষ্ঠাতা দিবস। সেই উপলক্ষে রামপুরহাট সমবায় ব্যাংকের সভা কক্ষে রামপুরহাট মহকুমা আইএনটিইউসি র পক্ষ থেকে এদিন সংগঠনের ৭৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হবে।সেই সাথে কনভেনশন ও অনুষ্ঠিত হবে।সেদিন সভা উদ্বোধন করবেন আইএনটিইউসি র রাজ্য সভাপতি কামারুজ্জামান কামার এবং প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন ইস্টার্ন রেলওয়ে মেনস্ কংগ্রেসের সভাপতি শ্রী বিনোদ শর্মা।উল্লেখ্য তৎকালীন মহত্মা গান্ধী সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কে সভাপতি করে এই সংগঠন তৈরি করে ছিলেন।সেই নিয়ে আজ বুধবার ইআর এম সি র রামপুরহাট কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।আজকের আলোচনা সভায় মূলত আগামী ৩ রা মে র কর্মসূচি বাস্তবায়নের রূপরেখা তৈরি করা এবং কর্মীদের মধ্যে কাজের দায়িত্ব বন্টন করা হয় বলে সংগঠন সূত্রে খবর।আজকের সভায় উপস্থিত ছিলেন জেলা আই এন টি ইউ সি র সভাপতি মৃনাল কান্তি বোস, সংগঠনের উপদেষ্টা উত্তিয় মুখার্জি, মহকুমা কমিটির সভাপতি সত্যব্রত ভট্টাচার্য , সহ সভাপতি দেবকুমার দত্ত, তপন সাহা, মহ:রফি প্রমুখ নেতৃত্ব ও সংগঠনের কর্মীবৃন্দ।