প্রকাশিত হলো ‘প্রথম আলো’ সাহিত্য পত্রিকা
জ্যোতি প্রকাশ মুখার্জ্জী
পত্রিকা প্রকাশের ঠিক আগের দিন সবার মনের মধ্যে একরাশ আশঙ্কা- শেষ পর্যন্ত পত্রিকা প্রকাশ অনুষ্ঠান হবে তো? সব আয়োজন শেষ। ওদিকে যার উদ্যোগে এই অনুষ্ঠান সেই ‘প্রাণের আলো’ সাহিত্য পত্রিকা গোষ্ঠীর কর্ণধার চিত্রা কুণ্ডু বারিক অসুস্থ। অবশেষে অসুস্থ শরীর নিয়ে তিনি এলেন। সরে গ্যালো আশঙ্কার কালো মেঘ। শুরু হলো পত্রিকা প্রকাশের অনুষ্ঠান।
এভাবেই গত ২৯ শে এপ্রিল রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত একঝাঁক নবীন-প্রবীণ কবি-সাহিত্যিকের উপস্থিতিতে শিয়ালদহের কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল ট্রাস্ট ভবনে পঁয়ত্রিশ জন কবি-সাহিত্যিকের ভিন্ন স্বাদের সৃষ্টি সমৃদ্ধ ‘প্রথম আলো’ পত্রিকা প্রকাশিত হয়। এটি ছিল পত্রিকা গোষ্ঠীর তৃতীয় বর্ষ।
অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন কবি নবলতা শীল। তারপর উপস্থিত কবিদের স্বরচিত কবিতা পাঠ, প্রবীণদের মননশীল আলোচনার মধ্যে দিয়ে অনুষ্ঠানটি অন্য উচ্চতায় পৌঁছে যায়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি সুশান্ত ঘোষ।
এর আগে প্রদীপ প্রজ্বলিত করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন কবি সুশান্ত ঘোষ। তাকে সহযোগিতা করেন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা। উদ্যোক্তাদের পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদা সহকারে অতিথিদের বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি-সাংবাদিক বরুণ চক্রবর্তী, মিঠু মুখার্জী, চৈতালী দাস মজুমদার, শিবশঙ্কর বক্সি, সুলেখা বিশ্বাস, সোমা কর, পত্রিকার সভাপতি সুশান্ত ঘোষ সহ পত্রিকা গোষ্ঠীর অন্যান্য সদস্যরা।
প্রসঙ্গত বিদ্যালয় জীবন থেকেই আত্মবিশ্লেষণে ব্যস্ত থাকতেন পশ্চিম বর্ধমানের রূপনারায়নপুরের মেয়ে চিত্রা কুন্ডু। মনের মধ্যে ইচ্ছে ছিল একটা সাহিত্যচর্চা গোষ্ঠী গড়ে তোলা। বিভিন্ন কারণে সেটা আর হয়ে ওঠেনি। বিয়ের পর কলকাতায় এসে তার সুপ্ত ইচ্ছা ডানা মেলতে থাকে। প্রথমে স্বামীর সমর্থন না থাকলেও একটা সময় তার প্রেরণাতেই চিত্রা দেবীর স্বপ্ন বাস্তবে পরিণত হয় এবং বাংলা সাহিত্য জগত পেয়ে যায় এক প্রকৃত সাহিত্য সাধিকাকে। মূলত প্রচারের বাইরে থেকে দীর্ঘদিন ধরে এই গোষ্ঠীর সদস্যরা নিজেদের মধ্যে সাহিত্যচর্চা করে গেছে।
চিত্রা দেবীর উদ্যোগের ভূয়সী প্রশংসা করে সুশান্ত ঘোষ বলেন- সাহিত্যের টানে যেভাবে সংসারের যাবতীয় দায়িত্ব পালন করে চিত্রা সাহিত্য সাধনা করে চলেছে সেটা সত্যিই প্রশংসনীয়।
উপস্থিত বিশিষ্ট অতিথি, কবি প্রমুখদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে চিত্রা দেবী বললেন – প্রবীণদের পাশাপাশি নবীন কবি প্রতিভাদের উৎসাহ দেওয়ার জন্য আমরা এই পত্রিকাগোষ্ঠী প্রতিষ্ঠা করেছি। আশাকরি এই পত্রিকার হাত ধরে আগামী দিনে নতুন নতুন কবি প্রতিভা উঠে আসবে। তখনই আমার উদ্দেশ্য সফল হবে ।