সাধন মন্ডল,
মাধ্যমিকে রাজ্যে পঞ্চম স্থান অধিকার করেছে বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুলের ছাত্রী অন্বেষা চক্রবর্তী তার প্রাপ্ত নম্বর 688 তার এই কৃতিত্বে খুশির হাওয়া জেলা জুড়ে। তার বিদ্যালয় থেকে শুরু করে তাদের কেন্দুয়াডিহির বাড়িতে মিষ্টিমুখ চলছে। এই সাফল্যের পিছনে যাদের ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য তারা হলেন তার মা বাবা ও গৃহ শিক্ষক এবং বিদ্যালয়ের শিক্ষিকা বৃন্দ বলে জানালেন অন্বেষা চক্রবর্তী। আগামী দিনে সে একজন চিকিৎসক হতে চায় এবং তার ভালো লাগার বিষয় আবৃত্তি, গান ও গল্পের বই পড়া ।উল্লেখ্য অন্বেষা চক্রবর্তী বিদ্যালয়ে প্রথম থেকেই ভালো ছাত্রী হিসেবে পরিচিত ছিল। সে বলে ভালো রেজাল্ট হবে এটা আশা করেছিলাম। জেলার জয়জয়কারে অন্বেষা চক্রবর্তী একটি উজ্জ্বল নাম। সে বলে তার ছটি বিষয়ে গৃহ শিক্ষক ছিলেন তাছাড়া তার বাবা ইংরেজির শিক্ষক হওয়ায় ইংরেজি তার বাবার কাছে পড়তো এছাড়া দিনে আরো তিন-চার ঘন্টা পড়াশোনা করত বলেও অন্বেষা জানায়। একাগ্রতা ও ধৈর্য সাফল্য নিয়ে আসে।