দলমত নির্বিশেষে বিশিষ্ট সমাজসেবী শুভেন্দু গুহর স্মরণ সভা

Spread the love

দলমত নির্বিশেষে বিশিষ্ট সমাজসেবী শুভেন্দু গুহর স্মরণ সভা

সেখ সামসুদ্দিন, ২১ মেঃ মেমারি বিশিষ্ট সমাজসেবী শুভেন্দু গুহর স্মরণ সভা করা হয়। ১০ নম্বর ওয়ার্ড অফিসে মেমারি পৌরসভার ভাইস চেয়ারম্যান তথা ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সুপ্রিয় সামন্তের উদ্যোগে দলমত নির্বিশেষে মানুষের উপস্থিতিতে স্মরণসভা করা হয়। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস, জাতীয় কংগ্রেস, সিপিআইএম দলের নেতৃত্ব। অপরদিকে বিভিন্ন ক্লাব সংগঠন, পুজো কমিটি, ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ এই স্মরণ সভায় এসে পুষ্পার্ঘ দিয়ে শুভেন্দু গুহর প্রতি শ্রদ্ধা জানান। উল্লেখযোগ্য উপস্থিতি মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী, ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত সহ কাউন্সিলরবৃন্দ, পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত রুইদাস, সহ সভাপতি সেখ মোয়াজ্জেম, মেমারি ১ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি নিত্যানন্দ ব্যানার্জী, মেমারি ১ ব্লক তৃণমূল মাধ্যমিক শিক্ষক সংগঠনের সভাপতি কৌশিক মল্লিক, সিপিআইএম নেতা পীযূষ বিশ্বাস, জাতীয় কংগ্রেসের রাজ্য কমিটির সদস্য আশীষ দত্ত, শুভেন্দু গুহর পুত্র অর্ঘ্য গুহ, কাকু উদয় গুহ, দাদা দিব্যেন্দু গুহ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। শুভেন্দু গুহর স্মৃতিচারণায় বিধায়কের নির্বচনী প্রচারের কথা বারংবার উঠলেও বিধায়কের অনুপস্থিতি ছিল সকলের মধ‍্যে গুঞ্জনে। সুপ্রিয় সামন্ত বলেন প্রতি বছর ১২ মে শুভেন্দুর স্মরণসভা করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *