সারাভারত ক্ষেত মজুর ইউনিয়নের অবস্থান ও ধরনা, রাজনগরে
সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:- রাজনগর ব্লকের আলীগড়ে অবস্থিত গাংমুড়ি-জয়পুর গ্রাম পঞ্চায়েত কার্যালয় সংলগ্ন স্থানে বিভিন্ন দাবির ভিত্তিতে সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়ন রাজনগর ব্লক কমিটির পক্ষ থেকে অবস্থান ও ধর্না কর্মসূচি পালন করা হয়। দাবি সমূহের মধ্যে ছিল- ১০০ দিনের কাজ অবিলম্বে চালু করতে হবে , ১০০ দিনের কাজের বকেয়া মজুরি দিতে হবে, গরিব মানুষকে আবাস যোজনার বাড়ি প্রদান করতে হবে প্রভৃতি দাবিতে আওয়াজ তোলে।এছাড়া রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের বিভিন্ন নীতিবিরুদ্ধ কার্যকলাপের প্রতিবাদে সোচ্চার হয়ে ওঠে সংগঠনের নেতৃত্বরা। অবস্থান ও ধর্না মঞ্চে উপস্থিত ছিলেন সারা ভারত খেতমজুর ইউনিয়নের জেলা সম্পাদক মন্ডলীর সদস্য তথা সংগঠনের ব্লক সভাপতি উত্তম মিস্ত্রি, ব্লক সম্পাদক বিশ্বনাথ মাল, সামিউল আক্তার ( মিলন) সহ অন্যান্যরা।