নির্লজ্জ তুমি
মারুফ খাঁন
ফুলের মত ছিল শিশু সাত বছর বয়স মাত্র
যৌনতৃপ্তি মেটাতে,,,
লজ্জা শরমের মাথা খেয়ে অবশেষে করলে খুন।
ধর্ষক তুমি,
লজ্জা শরম নেই তোমার ধর্ষক তুমি
সাজার সাজা মৃত্যুদণ্ড চাই,একবার নয় শতবার হুংকার দিয়ে বলি।
পুরুষ নয় তুমি রাক্ষস
প্রেম প্রীতি ভালবাসা নেই বুকে তোমার
মানুষ নামের নিশ্চয়ই কলঙ্ক
লজ্জার মাথা খেয়ে আমরাও বলি,জরায়ু ভক্ষক তুমি।
ভেবে দেখো,
তোমার জন্মদাতা তোমার জীবন সঙ্গিনী,সেও যে নারী
কি সুন্দর অপরূপ নারী,আজ কেন
তোমার এই কুকীর্তির জন্য বদনামি।
রঙে রঙিন হতে চাওয়া হও তুমি,নিষেধ কোথায়
চাইলে পাবে খুঁজে,
সাত বছরের শিশু সে তো ফুলের মত সুন্দরী—নির্লজ্জ তুমি!
এই কুকীর্তির জন্য চলতে চলতে,আলো বায়ু বাতাস
তোমার জন্য দূষিত হয় জল পর্যন্ত,,,
দেখার মত দৃশ্য নয়,কান্নার আওয়াজ ভেসে আসে
হঠাৎ কখন নীরবে অশ্রু ঝরে আমারও!
চুপ থাকতে থাকতে ফুলের মত শিশু তোমার খাদক হয়ে
এই পৃথিবী ছেড়ে গেল চলে,,,
নির্লজ্জ তুমি আজও বেঁচে আছো কেমন করে,,,!