জল শক্তি মন্ত্রকের সঙ্গে অ্যাডামাসের মউ চুক্তি স্বাক্ষর
পারিজাত মোল্লা,
কলকাতা, এপ্রিল ১৭, ২০২৩: সম্প্রতি নয়া দিল্লিতে ভারত সরকারের জল শক্তি মন্ত্রকের সঙ্গে মউ চুক্তি স্বাক্ষর করল অ্যাডামাস ইউনিভার্সিটি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জল শক্তি মন্ত্রকের কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, এআইসিটিই-এর চেয়ারম্যান টি জি সীতারাম, এবং এনএমসিজি’র ডিরেক্টর জেনারেল জি অশোক কুমার।
ভারত সরকারের জল শক্তি মন্ত্রকের তত্ত্বাবধানে থাকা ‘নমামি গঙ্গে’ প্রজেক্টটি জাতি সংঘের ‘ওয়ার্ল্ড রেস্টোরেশন ফ্ল্যাগশিপ প্রজেক্ট’গুলির মধ্যে সারা বিশ্বে প্রথম দশে জায়গা করে নিয়েছে। আর তাই তাদের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার বিষয়টিতে যথেষ্ট লাভবান হবে বলেই আশা করছে অ্যাডামাস ইউনিভার্সিটি কর্তৃপক্ষ।