সমাজসেবায় রাজ্য সেরা বর্ধমান রাজ কলেজ এন এস এস
সেখ সামসুদ্দিন, ২৮ এপ্রিলঃ জাতীয় সেবা প্রকল্প, উচ্চশিক্ষা দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে ও রামকৃষ্ণ মিশন, বেলুড় মঠের সহযোগিতায় পশ্চিমবঙ্গ রাজ্য স্তরের এন এস এস পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয় বেলুড়মঠ রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সভা গৃহে। এদিন ২০২১ – ২২ সালের রাজ্য সেরা জাতীয় সেবা প্রকল্প ইউনিট নির্বাচিত হয় বর্ধমান রাজ কলেজ জাতীয় সেবা প্রকল্প ইউনিট-১। এদিন বর্ধমান রাজ কলেজের অধ্যক্ষ ডঃ নিরাঞ্জন মন্ডল ও সদস্য সুরজ ঘোষ জানান সমাজ সেবায় বর্ধমান রাজ কলেজ রাজ্য সেরা ইউনিট হিসেবে কলেজের অধ্যক্ষ ডঃ নিরাঞ্জন মন্ডল মহাশয়ের হাতে পুরস্কার তুলে দেন উচ্চশিক্ষা দপ্তরের ডি. পি. আই জয়শ্রী রায় চৌধুরী এবং বেস্ট প্রোগ্রাম অফিসার ডঃ ওম শঙ্কর দুবে ও বেস্ট ভলেন্টিয়ার অভিজিৎ ভট্টাচার্য্য এদিন পুরস্কার গ্রহণ করেন।