ভূমিকম্পে কাঁপলো রাজধানী ঢাকা
কাজী নূর।। সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশের রাজধানী ঢাকা। বাংলাদেশ সময় আজ শুক্রবার ৫ মে ভোর ৫. ৫৭ মিনিট ৮ সেকেন্ডে রিখটার স্কেলে ৪ দশমিক ৩ মাত্রার এ ভূমিকম্প অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) ওয়েবসাইট সূত্রে জানা গেছে, ভূমিকম্পের উপকেন্দ্র ছিলো ঢাকার দোহার থেকে ১৪. ২ কিলোমিটার পশ্চিম উত্তর- পশ্চিমে, আজিমপুর থেকে ২৩. ৪ কিলোমিটার উত্তর উত্তর- পূর্বে এবং নারায়ণগঞ্জ থেকে ২৪. ৭ কিলোমিটার পূর্ব উত্তর- পূর্বে। যার গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার। কম্পন অনুভূত হওয়ার পর রাজধানীর বিভিন্ন এলাকার বাসিন্দাদের ভবন ছেড়ে রাস্তায় নেমে আসতে দেখা গেছে। তবে এ খবর লেখা পর্যন্ত ভূমিকম্পে কোনো ধরণের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।